নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দেশে একক ভোটার তালিকা চালুর পরিকল্পনা কেন্দ্রের। সংবিধান সংশোধন করে দেশে একটিই ভোটার তালিকা তৈরির পরিকল্পনা কার্যকর করার পথে এগোল কেন্দ্রীয় সরকার। সেই উদ্দেশে প্রয়োজনীয় পথরেখা তৈরির জন্য বৈঠকে বসল প্রধানমন্ত্রীর দফতর।
ভারতীয় সংবিধান অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচন ও পুরসভা নির্বাচনের দায়িত্ব থাকে রাজ্য নির্বাচন কমিশনের উপরে। এই বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন হস্তক্ষেপ করে না। এই ব্যবস্থায় এ বার বদল ঘটাতে নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় প্রশাসন। এই পদ্ধতিতে কী ভাবে পরিবর্তন আনা যায়, সেই বষয়ে গত ১৩ অগাস্ট প্রধানমন্ত্রীর দফতরে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে।
আরও পড়ুনঃ আনলক ৪ পর্যায়ে চলবে মেট্রো
জানা যাচ্ছে, ভারতীয় সংবিধানের ২৪৩(কে) ধারায় পঞ্চায়েত নির্বাচনের বিষয়ে সবিস্তারে উল্লেখ রয়েছে। আবার সংবিধানের ২৪৩(জেড) ধারায় পুর নির্বাচন সম্পর্কে উল্লেখ রয়েছে। এই দুই নির্বাচন পরিচালনা এবং ভোটার তালিকা তৈরির দায়িত্বে রয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
সংবিধানের এই দুই ধারা সংশোধন করে রাজ্য নির্বাচন কমিশনের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটাতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। পরিবর্তে দেশের সমস্ত সাংবিধানিক নির্বাচন প্রক্রিয়া ও তার খুঁটিনাটি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আওতায় আনার বিষয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584