নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আকর্ষণীয় হচ্ছে সরকারি প্রথমিক স্কুলগুলি। পড়ুয়াদের পাঠে এবার অন্তর্ভুক্ত হচ্ছে ‘চু-কিতকিত’, ‘গোল্লাছুট’, ‘পিট্টুর’ মতো হারিয়ে যাওয়া বিভিন্ন খেলা। নিয়ম করে চতুর্থ পিরিয়ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে দেশীয় খেলাধুলোর সুযোগ করে দেওয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার এই বিষয়ে বৈঠক করলেন রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। আলিপুরদুয়ারের জেলা প্রশাসনিকভবন ডুয়ার্স কন্যাতে এই বৈঠক হয়। বৈঠকে আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অনুপ চক্রবর্তী-সহ আলিপুরদুয়ার জেলার সমস্ত প্রাথমিক স্কুলের স্কুল পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতা সপ্তাহ পালন
এ দিন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ক্লাসে ৪০ মিনিট দেশীয় খেলাধুলা করানোর কথা বলা হয়। প্রাথমিক স্কুল শিক্ষা খুদে পড়ুুয়াদের কাছে আরও আকর্ষণীয় করবার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন মানিক ভট্টাচার্য।
তিনি আরও বলেন, “খেলার জন্য প্রাথমিক স্কুলের পড়ুয়ারা বিদ্যালয় আসবেন না এমন ঘটনা আর হবে না। প্রাথমিক স্কুল শিক্ষাকে ছাত্রছাত্রীদের কাছে আরও আকর্ষণীয় করবার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে শাস্ত্রীয় উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব
আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, “অত্যন্ত ভাল একটি উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শিশুদের খেলাধুলার জন্য পরিকাঠামোগত কোনওরকম সমস্যা থাকলে তা জেলা প্রশাসনের পক্ষ থেকে সমাধান করে দেওয়া হবে। রাজ্য সরকারের এই পরিকল্পনা খুব সুন্দরভাবে আমাদের জেলাতে বাস্তবায়িত করা হবে।”
এ দিনের বৈঠকে বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584