করোনা রোধে ১৫ হাজার কোটির স্বাস্থ্য প্রকল্প ঘোষণা কেন্দ্রের

0
33

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

করোনা ভাইরাস মোকাবিলার জন্য স্বাস্থ্য ক্ষেত্রকে আরো চাঙ্গা করতে ১৫ হাজার কোটি টাকার ৫ বছরের একটি স্বাস্থ্য প্রকল্পের কথা ঘোষণা করল কেন্দ্র সরকার।

corona | newsfront.co
প্রতীকী চিত্র

জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কেন্দ্র ও রাজ্য গুলির স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মজবুত করতে ৫ বছরব্যাপী এই পরিকল্পনাকে বাস্তবায়িত করা হবে।

আরও পড়ুনঃ প্রোপাগাণ্ডা কাম্য নয়, আরএসএস মুখপাত্রের দাবিকে নস্যাৎ করে জানালেন বিজয়ন

এই ৫টি বছর মূলত ৩টি প্রকল্প বছরে বিভক্ত হয়েছে। প্রথমটি ২০২০ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। দ্বিতীয়টি ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত এবং তৃতীয়টি ২০২১ এর এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত।

মূলত করোনা চিকিৎসার জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য এবং কেন্দ্রের ও রাজ্যের উদ্যোগে পরিচালিত বিভিন্ন হাসপাতাল গুলির জরুরী পরিষেবার পরিকাঠামোগত দিক গুলোকে মেরামতের জন্য এই আর্থিক প্যাকেজের ঘোষণা বলে সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here