৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল করোনা বিধি-নিষেধের মেয়াদ, নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

0
88

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনার দ্বিতীয় ঢেউ এদেশ থেকে বিদায় নিলেও করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। একাধিক রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণের হার। আর সেই কারণেই করোনা বিধি-নিষেধের মেয়াদ আরও বাড়ানো হল। ২১ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল বিধি-নিষেধ। সব রাজ্যকেই এই বিধি-নিষেধ জারি করার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রক। নির্দেশিকা পাঠানো হয়েছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদেরও। প্রয়োজনে কনটেইনমেন্ট জোন করার কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায়।

containment
প্রতীকী চিত্র

এদিকে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় টিকার উপর জোর দিচ্ছে কেন্দ্র। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যাতে আরও দ্রুততার সঙ্গে দেওয়া হয়, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রত্যেক বাড়িতে ভ্যাকসিন দিতে যাওয়ার পরামর্শও দেন। এখনও পর্যন্ত যাঁরা টিকার একটা ডোজও নেননি, তাঁদের টিকা দেওয়ার কথা বলে কেন্দ্র।

আরও পড়ুনঃ চেন্নাই-এর হাসপাতালে ভর্তি ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত অভিনেতা রজনীকান্ত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৪৮ জন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪২ লক্ষ ৪৬ হাজার ১৫৭  জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৭ হাজার ১৯১ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮০৫ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১৩ হাজার ১৯৮ জন। বৃহস্পতিবার শুধুমাত্র কলকাতাতেই করোনা আক্রান্ত হয়েছেন ২৭৫ জন। সুস্থ হয়েছেন ২২১ জন। করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৫৩। করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। করোনার এই বাড়বাড়ন্তের কারণে স্বাভাবিকভাবেই আরও কড়া হচ্ছে কেন্দ্র। তাই ফের বাড়ানো হল বিধি-নিষেধ মেয়াদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here