আহ্বান ফাউন্ডেশন এর পুজোর উদ্বোধন

0
135

শুভময় সেন,বহরমপুরঃ
পঞ্চমীর শুভলগ্নে রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী কৌশিকানন্দ মহাশয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে আহ্বান ফাউন্ডেশন এর পুজো এবার সবার সাথে দ্বিতীয় বর্ষের শুভ সূচনা হয়।
অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে বিশেষ অতিথি বাংলা ধারাবাহিকের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা উপস্থিত থেকে আজকের সন্ধ্যাকে বর্ণময় করে তোলে।এছাড়াও উপস্থিত ছিলেন ডঃ জয়ন্ত দত্ত(প্রধান শিক্ষক,গোরাবাজার ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠ),ডাঃ উত্তম শর্মা(বিশিষ্ট চিকিৎসক),ডঃ কুনাল সরকার(টিচার ইন চার্জ,উদয়চাদপুর উচ্চ বিদ্যালয়),শ্যামাপদ দে(মুর্শিদাবাদ স্পোর্টস এ্যাসোসিয়েশনের সদস্য),সন্দীপ ভুইয়া(টিচার ইন চার্জ,দৌলতাবাদ উচ্চ বিদ্যালয়)।

নিজস্ব চিত্র

আজকে শারদীয়ার প্রাক্কালে সকল অতিথিবর্গ ও সদস্যবৃন্দরা মিলে প্রায় ২৫০ জন দুঃস্থ শিশু,বৃদ্ধ,বৃদ্ধা,পুরুষ,মহিলার মধ্যে বস্ত্র বিতরণ করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আলোকময় সন্ধ্যা পালিত হয় বহরমপুর রবীন্দ্রসদনের বিপরীতে সাংস্কৃতিক অঙ্গনে।
সংস্থার পক্ষ থেকে ষষ্ঠীর সকালেও আশেপাশের কিছু জায়গা ঘুরে কয়েকশো গরীব মানুষদের বস্ত্র বিতরণ করা হবে।

আরও পড়ুনঃ বস্ত্র দান অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন মহা পঞ্চমীর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here