নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
২০১৭ সালের ১ জুলাই দেশের অ্যাটর্নি জেনারেল-এর পদে নিযুক্ত হন কেকে বেণুগোপাল। তাঁর আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন মুকুল রোহতগী। প্রথমে তিন বছরের জন্য অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হলেও গত বছর তাঁর কার্যকালের মেয়াদ এক বছর বাড়ায় কেন্দ্র। সেই বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। এবারেও তাঁর কার্যকালের মেয়াদ আরো একবছর বাড়িয়ে দিল কেন্দ্র অর্থাৎ ৩০ জুন ২০২২ পর্যন্ত অ্যাটর্নি জেনারেল পদে থাকছেন কেকে বেণুগোপাল।
অ্যাটর্নি জেনারেল হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা তিনি লড়েছেন কেন্দ্রের হয়ে, তারমধ্যে উল্লেখযোগ্য আধার এবং রাফাল ডিল মামলা। তবে আগামী এক বছরে আরো বেশ কয়েকটি জটিল সাংবিধানিক ইস্যু নিয়ে কেন্দ্রের হয়ে মামলা লড়তে দেখা যাবে তাঁকে। তার মধ্যে গুরুত্বপূর্ণ মামলাগুলি হলো কেন্দ্রীয় কৃষি আইন, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, সিএএ সংক্রান্ত মামলা।
আরও পড়ুনঃ উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড বিধানসভা ভোটে জোট নয় : মায়াবতী
Breaking: Centre Extends Tenure Of Attorney General KK Venugopal By One Year https://t.co/0Y8zpKg1yb
— Live Law (@LiveLawIndia) June 28, 2021
কেকে বেণুগোপাল এই মুহূর্তে দেশের একজন বিখ্যাত সংবিধান বিশেষজ্ঞও , সেক্ষেত্রে সাংবিধানিক জটিল মামলাগুলিতে কেন্দ্রীয় সরকারের অবশ্যই প্রয়োজন তাঁকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584