“মার খাচ্ছে দেশের ছোট ব্যবসা”, আমেরিকার ই-কমার্স সংস্থাগুলিকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী

0
59

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

নাম না করে অ্যামাজন, ওয়ালমার্টের মত আমেরিকার ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল

Piyush Goyal | newsfront.co
পীযূষ গোয়েল, কেন্দ্রীয় মন্ত্রী। ফাইল চিত্র

শনিবার এক ভার্চুয়াল বৈঠকে আমেরিকার ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন গোয়েল। তাঁর মতে শিকারির মতো দৃষ্টি নিয়ে এদেশে ব্যবসা করছে তারা, ইচ্ছে করে কম দামে জিনিস বিক্রি করছে যার ফলে মার খাচ্ছে দেশীয় ছোট ব্যবসা।

গোয়েলের আরো অভিযোগ সংস্থাগুলি এদেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চালাচ্ছে তাদের ব্যবসা। তাঁর নিশানায় মূলত রয়েছে আমেরিকার সংস্থাগুলি। “একাধিক ই-কমার্স সংস্থা ভারতে ব্যবসা করতে এসেছে। কিন্তু নানা ভাবে এ দেশের আইনকে অবজ্ঞা করেছে তারা। এ নিয়ে একাধিক বার সংস্থাগুলির সঙ্গে কথা হয়েছে, বিশেষত আমেরিকার সংস্থাগুলি। কিন্তু বড্ড দম্ভ ওদের”, সরাসরি এমনটাই অভিযোগ করেন পীযুষ গোয়েল। তবে এদেশের কোন আইন সংস্থাগুলি মানছে না সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুনঃ বর্ধিত হারে মহার্ঘ ভাতার নির্দেশিকা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, অর্থমন্ত্রক জানালো ভুয়ো

অ্যামাজন এবং ফ্লিপকার্টের ব্যবসায়িক নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই তদন্তের দাবি উঠেছে। ইতিমধ্যে বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে। এমনকি কেন্দ্রের নতুন ই-কমার্স নীতি নিয়েও শুরু হয়েছে টানাপোড়েন। ফ্ল্যাশ সেলের ওপর রাশ টানা হয়েছে। অ্যামাজন এবং ওয়ালমার্ট অধীনস্থ ফ্লিপকার্ট আইন লঙ্ঘনের অভিযোগটি উড়িয়ে দিলেও, কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি।

আরও পড়ুনঃ উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড বিধানসভা ভোটে জোট নয় : মায়াবতী

অতিমারী পরিস্থিতিতে দেশীয় ছোট ব্যবসাগুলির পরিস্থিতি এমনিতেই খারাপ, তার ওপর উত্তরপ্রদেশ সহ আরো কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। উত্তরপ্রদেশে ক্রমশ সোচ্চার হচ্ছে বিজেপির অভ্যন্তরেই যোগী বিরোধী স্বর। এই পরিস্থিতিতে বিদেশি ই-কমার্স সংস্থার বিরুদ্ধে গয়ালের কঠোর মন্তব্য ঘিরে প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here