মহামারির ধাক্কায় বেমানান! কেএফসি’র আঙুল চাটা স্লোগান আবছা

0
89

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

‘ফিঙ্গার লিকিং গুড’- বিশ্ব জুড়ে এই স্লোগানে বিখ্যাত ফাস্ট ফুড সংস্থা কেএফসির, করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে আপাতত সেই স্লোগান বন্ধ রাখার সিদ্ধান্ত সংস্থা।

KFC | newsfront.co
সংবাদ চিত্র

কেএফসি জানিয়েছে, ‘এক অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি আমরা। আমাদের আইকনিক স্লোগানটি এখনকার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে একেবারেই মানানসই নয়।’

কেএফসি তাদের প্যাকেজিং এও পরিবর্তন আনছে, থাকছে না এই বিখ্যাত স্লোগান, তবে ‘ফিঙ্গার লিকিং’ শব্দবন্ধ ফিরবে আবার যখন প্যান্ডেমিক কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে।

আরও পড়ুনঃ ত্রুটিপূর্ণ সুরক্ষা ব্যবস্থা! খোয়া গেল ‘রেলযাত্রী’ অ্যাপস ব্যবহারকারীর গোপন তথ্য

কেএফসির সব বিপণন কেন্দ্র মোটামুটি মার্চ মাস থেকে বন্ধ ছিল, এখন ছন্দে ফিরতে শুরু হয়েছে সবকিছু। তাই কেএফসির বিপণন কেন্দ্রগুলোও বেশিরভাগই খুলেছে। একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে কেএফসি প্রকাশ করেছে তাদের নতুন প্যাকেজিং এর চেহারা।

আরও পড়ুনঃ প্রায় ১১০০ বছরের প্রাচীন খাঁটি স্বর্ণমুদ্রা উদ্ধার

কোম্পানির পোস্টার, বাক্স এবং ফুড বাকেট সবেতেই ফিঙ্গার লিকিং শব্দবন্ধটি আবছা করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই আবার মন্তব্য করেছেন যে ফিঙ্গার লিকিং শব্দগুলো মোটেই সমস্যার ছিল না, যখন আপনি নিজের হাত দিয়েই খাচ্ছেন তখন আর আঙ্গুল চাটতে অসুবিধা কোথায়।

কেএফসির প্রতিষ্ঠা ১৯৩০ সালে, এটির প্রথম ফ্রাঞ্চাইজি শুরু হয় ১৯৫০ সালে। তখন থেকেই যাত্রা শুরু, ‘ফিঙ্গার লিকিং গুড’ স্লোগানের, যা আপাতত অস্পষ্ট থাকবে সর্বত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here