ডাক্তারিতে নতুন আট স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স এনেছে কেন্দ্র

0
99

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

Nurses | newsfront.co
প্রতীকী চিত্র

ডাক্তারিতে নতুন আটটি স্নাতকোত্তর ডিপ্লোমা পাঠ্যক্রম এনেছে কেন্দ্রীয় সরকার। যে নতুন স্নাতকোত্তর ডিপ্লোমা পাঠ্যক্রমগুলি আনা হয়েছে সেগুলি দেখে নিন একবার।

১) স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা

২) শিশু চিকিৎসা

৩) অ্যানাস্থেশিওলজি

৪) টিবি ও বক্ষরোগ চিকিৎসা

৫) রেডিওডায়াগনিস

৬) ফ্যামিলি মেডিসিন

৭) চক্ষু চিকিৎসা

৮) ইএনটি

১০০’র বেশি শয্যা ও সিনিয়র ডাক্তার থাকলে যে কোনও হাসপাতাল উপরিউক্ত স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সগুলি পড়াতে পারবে। কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানাল অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল বোর্ড অ্যাক্রিডিটেড ইনস্টিটিউশন।

আরও পড়ুনঃ অনলাইন শিক্ষায় বঞ্চিত ২৭ শতাংশ পড়ুয়াঃ কেন্দ্রীয় সমীক্ষা

বৃহস্পতিবার তাদের অনলাইন আলোচনায় ছিলেন নারায়ণ হৃদয়ালয়া গোষ্ঠীর চেয়ারম্যান ডাঃ দেবী শেঠি, বিশিষ্ট হার্ট সার্জেন ডাঃ নরেশ ত্রেহান, নামজাদা জনস্বাস্থ্যবিদ ডাঃ শ্রীনাথ রেড্ডি প্রমুখ। ডাঃ শেঠি বলেন, দেশে ৫০ হাজার এমডি-এমএস আসনের জন্য প্রতি বছর দেড় লক্ষ চিকিৎসক পরীক্ষায় বসেন।সুযোগ না পাওয়ায় লক্ষাধিক চিকিৎসক ফের প্রস্তুতিতে দুই থেকে পাঁচ বছর কাটিয়ে দেন। এবার এই নয়া আটটি বিষয় পাঠ্যক্রমে আসায় সময় বাঁচবে খানিকটা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here