কেতুগ্রামে হতে চলছে বালাপোষ হাব

0
139

শ্যামল রায়, কাটোয়াঃ

কাটোয়া মহকুমার কেতুগ্রাম ১ নম্বর ব্লকের শান্তিনগরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বহু বালাপোষ শিল্পী। এই বালাপোষ শিল্পীদের জন্য তৈরি করা হবে একটি বালাপোষ হাব।এছাড়া বহু শিল্পীর তৈরি করা বালাপোষ বিক্রির জন্য এখানে একটি বিপণীও গড়ে তোলা হবে।

balapose | newsfront.co
বালাপোষ তৈরি ৷ নিজস্ব চিত্র

স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক বনমালী রায় বলেছেন যে আমরা ইতিমধ্যে বালাপোষ শিল্পীদের জন্য দুটি শেড তৈরি করেছি এর পরে একটি বালাপোষ হাব তৈরি করা হবে ৷ প্রাথমিকভাবে ৩০ জন শিল্পীকে অন্তর্ভুক্ত করে এই বালাপোষ হাব চালু করা হবে ৷ এর ফলে প্রথম অবস্থায় যে শিল্পীরা উপকৃত হবেন পরবর্তীকালে এলাকার আরও শিল্পীদেরকে এই হাবে যুক্ত করা হবে ৷ ফলে শিল্পীদের শিল্পের প্রতি টান অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে ৷
ইতিমধ্যে ১৫ লক্ষ টাকা ব্যয় করে আমরা দুটি শেড তৈরি করেছি , এলাকার গৃহবধূদের নিয়ে তৈরি স্বনির্ভর গোষ্ঠী এর দ্বারা উপকৃত হবে এবং নিজেরাই সংসারের হাল ধরতে পারবে। আপাতত দুটি শেডে উন্নত প্রযুক্তির মেশিনপত্র আনা হবে।

এখানকার বালাপোষ যাতে বাইরে ও বিক্রি করা যায় তার জন্য আমরা লাগাতারভাবে চেষ্টা চালাচ্ছি ৷ কেননা আগামী কয়েক মাস পরেই শীত এসে যাবে তাই বালাপোষের চাহিদা বাড়বে। আরও জানা গিয়েছে যে শান্তি নগর গ্রামের সাতটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই বালাপোষ তৈরির কাজে যুক্ত রয়েছে৷ একটি বালাপোষ বিক্রি করে তারা অনেকটাই লাভবান হতে পারবে বলে জানা গেছে ।

আরও পড়ুনঃ তিন দিনের ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি পটাশপুরে

তারা সারাদিনে দুইটি বালাপোষ তৈরি করে থাকে , পুরনো কাপড় সংগ্রহ করে তুলো সুতো দিয়ে সেলাই করে বালাপোষ তৈরি করা হয়ে থাকে ৷ তাদের দাবি প্রশাসন যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এই শিল্পের সাথে যুক্ত শিল্পীরা অনেকটাই উপকৃত হতে পারবেন বলে জানিয়েছে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here