নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

0
65

পিয়ালী দাস,বীরভূমঃ

বন্ধুর সঙ্গে দেখা করতে বেরিয়েছিল।আর বাড়ি ফিরে আসেনি।১ দিন নিখোঁজ থাকার পর ক্যানেল থেকে উদ্ধার হল পঞ্চম শ্রেণির এক ছাত্রের দেহ।

সেই ছাত্র

ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির গরুঝড়া গ্রামে।রবিবার প্রতিবেশী বন্ধু শাহরুখ খানের সঙ্গে দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিল বেনীমাধব স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র শেখ ফারহাদ।বিকালে শাহরুখ বাড়িতে ফিরে এলেও ফিরে আসেনি ফারহাদ।পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করে।সম্ভাব্য সব জায়গাতে খোঁজা হয় ফিরহাদকে।তার বাবা-মা শাহরুখের বাড়ি গিয়েও কথা বলেন কিন্তু শাহরুখকে তার পরিবারের সদস্যরা কথা বলতে দেননি বলে অভিযোগ।সোমবার সকালে গ্রামের ক্যানেলের ধারে তার সাইকেল পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা।সেই সাইকেলেই এক জোড়া জুতোও রাখা ছিল।সকাল ৬টা নাগাদ ওই ক্যানেল থেকেই ফিরহাদের দেহ উদ্ধার হয়।

এরপরই গ্রামবাসীরা শাহরুখের বাড়িতে চড়াও হন কিন্তু শাহরুখ কিংবা তার পরিবারের সদস্যরা কারোরই খোঁজ পাওয়া যায়নি।বাড়ির দরজায় তালা লাগানো ছিল।শাহরুখের ভূমিকা নিয়ে সন্দেহ গাঢ় হয়েছে ফিরহাদের পরিবারের মনে। ছাত্রের বাবা বলছেন, “আমার ছেলে কখনই জলে নামত না।কীভাবে এই ঘটনা ঘটল বুঝতে পারছি না।ওকে কী কেউ খুন করেছে, বা জলে নেমে ডুবে মৃত্যু হয়েছে, তাও স্পষ্ট নয় আমাদের কাছে। ছেলের মৃত্যুর কিনারা করুক পুলিস।” ঘটনার পর থেকেই কেন শাহরুখের পরিবার বেপাত্তা,তা ভাবাচ্ছে পুলিসকেও।এ বিষয়ে সিউড়ি থানার পুলিশ ও তদন্ত নেমেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here