সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, পশ্চিমবঙ্গে কমছে ট্রেনের সংখ্যা

0
35

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

গত সপ্তাহ দুয়েক ধরেই পশ্চিমবঙ্গে বিপুল হারে বেড়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই রাজ্যের অনুরোধে ১৯ জুলাই পর্যন্ত বন্ধ হয়েছে ৬ টি শহর থেকে বিমান। এবার বাইরে থেকে আসা ট্রেনের সংখ্যা কমাতেও কেন্দ্রকে অনুরোধ করে চিঠি পাঠিয়েছিল নবান্ন। পশ্চিমবঙ্গে সংক্রমণ বৃদ্ধি বিবেচনা করে এবার সেই দাবি মেনে ট্রেনের সংখ্যা কমানো ঘোষণা করল কেন্দ্র।

Rail | newsfront.co
প্রতীকী চিত্র

করোনা পরিস্থিতির কারণে এমনিতেই দূরপাল্লার সাধারণ ট্রেন বন্ধ থাকলেও চলছে স্পেশাল ট্রেন। জানা গিয়েছে, রাজ্যের দাবি মেনে পশ্চিমবঙ্গে স্পেশাল ট্রেনের সংখ্যা কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশের সর্বাধিক করোনা প্রভাবিত রাজ্যগুলি থেকে এবার সপ্তাহে এক দিন করে পশ্চিমবঙ্গে ট্রেন আসবে। আগামী ১০ জুলাই থেকে নতুন এই পদ্ধতি চালু হতে চলেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ চালু হল হরিপাল-করুণাময়ী, কামারকুণ্ডু-করুণাময়ী বাস পরিষেবা

প্রসঙ্গত, গত ৩-৪ দিন রাজ্যের আক্রান্তের সংখ্যা ও মৃত্যু সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরা বন্ধ হলেও ঘরোয়া উড়ান এবং স্পেশাল ট্রেন চালানোর ক্ষেত্রে যে প্রোটোকল বেঁধে দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা মানছেন না, এমনটাই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ৯ জুলাই থেকে রাজ্যের কনটেইনমেন্ট জোনে সম্পূর্ণ লকডাউন

সেই কারণে পর পর দু’দফায় দেশের সবচেয়ে বেশি করোনা প্রভাবিত রাজ্যগুলি থেকে বিমান এবং ট্রেন কমানোর কমানোর আর্জি জানানো হয়। রাজ্য সরকারের সেই আবেদনে সাড়া দিয়ে, আছে দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আমেদাবাদ– এই রাজ্যগুলি থেকে স্পেশাল ট্রেনের সংখ্যা কমিয়ে সপ্তাহে একটিতে নামিয়ে আনা হয়েছে। এতে রাজ্যের উর্ধ্বগামী করোনা সংক্রমণে কিছুটা রাশ টানা যাবে বলে মত রাজ্য প্রশাসনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here