রবিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত কার্যত লকডাউন ঘোষণা নবান্নের

0
211

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

lockdown | newsfront.co

জরুরী পরিষেবা ছাড়া আগামী ৩০ মে পর্যন্ত কার্যত সম্পূর্ন লকডাউন ঘোষণা রাজ্যে। আজ সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যে দৈনিক সংক্রমণ ২০ হাজারের বেশি। মৃত্যুও ১০০ পেরিয়েছে। এই পরিস্থিতিতে মহামারি এড়াতে কঠোর পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার।

রাজ্য সরকার দ্বারা জারি নির্দেশাবলীঃ

১) ১৫ দিনের জন্য সকল স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২) সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। কেবলমাত্র জরুরি পরিষেবা, আদালত, টেলিকম পরিষেবা, সংবাদমাধ্যমের অফিস, স্যনেটাইজেশন বিভাগ, বিদ্যুৎ পরিষেবা, ইন্টারনেট, পানীয় জল পরিষেবা চালু থাকবে।

৩) জিম, শপিং মল, ইমিং স্কুল, বিউটি পার্লার বন্ধ থাকবে।

৪) খুচরো জিনিসের দোকান, দুধের দোকান, সবজি বাজার, মাংসের দোকান সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে।

৫) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান।

৬) ওষুধের দোকান ও চশমার দোকান সাধারণ নিয়মে খোলা থাকবে।

৭) সম্পূর্ণ বন্ধ থাকবে বাস, মেট্রো এবং ফেরি পরিষেবা। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া অটো এবং ট্যাক্সিও চলাচল করবে না।

৮) এই ১৫দিন রাত ৯টা থেকে পরেরদিন ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোর ক্ষেত্রেও জারি নিষেধাজ্ঞা। সব ধরনের জমায়েত বন্ধ।

৯) সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here