নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে আগামী ২৯ নভেম্বর। এই অধিবেশনেই বিল আনা হবে কৃষি আইন প্রত্যাহারের। এছাড়াও আছে তিনটি অর্ডিন্যান্স সহ মোট ২৬ টি বিল। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল হল ক্রিপ্টোকারেন্সি বিল।
বিশ্ব বাজারে এই মুহূর্তে ‘মোস্ট হ্যাপেনিং থিং’ হল ব্লকচেনের অন্তর্গত ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি। শুধু যে বিশ্ব বাজারে ডিজিটাল মুদ্রার ছড়াছড়ি তা নয়, ভারতের বাজারেও কোনও রকম সরকারি বিধিনিষেধ না থাকার ফলে বিজ্ঞাপনে আকাশছোঁয়া মুনাফার লোভ দেখানো চলছে এই ডিজিটাল মুদ্রা নিয়ে। ভয়ের কথা হল এইসব চোখ ধাঁধানো বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হতে পারেন বহু মানুষ এমনটাই ধারণা সরকারের।
আইন করে যে, এই ভার্চুয়াল মুদ্রার লেনদেন ঠেকানো যাবে না, তা বুঝতে পারে সরকার। বিগত কিছুদিন ধরেই তাই ডিজিটাল মুদ্রা বিষয়ে সরকারি নীতি কী হবে, তা নিয়ে আলোচনা চলছিল। তারই ফলস্বরূপ সামগ্রিক নিষেধাজ্ঞার পথে না হেঁটে, ডিজিটাল মুদ্রাকে সরকারি নিয়ন্ত্রণের আওতায় আনার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রক।
আরও পড়ুনঃ এবার বাড়িতে বসেই পাবেন গাড়ি বা ড্রাইভিং লাইসেন্সের এনওসি, জানাল কলকাতা ট্র্যাফিক পুলিশ
নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও সংসদীয় প্যানেলে এ নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্রের খবর, আসন্ন শীতকালীন অধিবেশনেই ‘দ্য ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অব অফিশিয়াল ডিজিটাল কারেন্সি বিল, ২০২১’, পাশ করাবে মোদী সরকার।
আরও পড়ুনঃ ভারতে চিকিৎসাক্ষেত্রে ধর্ম, জাতি, লিঙ্গ বৈষম্যের ভয়াবহ চিত্র প্রকাশিত অক্সফ্যাম ইন্ডিয়ার রিপোর্টে
বিলের মূল বক্তব্য হল, ভারতে শর্তসাপেক্ষে বেসরকারি সমস্ত ক্রিপ্টোকারেন্সির কেনাবেচায় জারি করা হবে নিষেধাজ্ঞা। ব্লকচেন পদ্ধতি অনুসরণ করে যাতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ভবিষ্যতে নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনতে পারে, সেই চেষ্টাই করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584