শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যের মুখ্যমন্ত্রীর গোয়ার্তুমির জন্য এই রাজ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান এবং আয়ুষ্মান নিধি যোজনা চালু করা যাচ্ছে না এমন অভিযোগ বারবারই করেছিলেন রাজ্যপাল। তার উত্তরে মুখ্যমন্ত্রীর দাবি ছিল এ রাজ্যে কৃষকদের জন্য প্রকল্প এবং স্বাস্থ্যসাথী রয়েছে। তাই কেন্দ্রের প্রকল্পে কোনও প্রয়োজন নেই।
এবার কেন্দ্রের বিরুদ্ধে সেই বহুচর্চিত বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্র টাকা দিলে তবেই কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু হবে এমন শর্ত রেখে দুটি চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. হর্ষ বর্ধনকে চলতি মাসের ৯ তারিখ দুটি চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ সৎকার প্রক্রিয়ায় সংশোধন হল হাইকোর্টের রায়
সেখানে তিনি আগের মতই দাবি করেছেন, কেন্দ্রীয় সরকার এসব প্রকল্প নিয়ে আসার অনেক আগে থেকেই কৃষক বন্ধু ও অন্যান্য প্রকল্পের মাধ্যমে বাংলার কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। তারপরেও কেন্দ্র চাইলে এই দুটি প্রকল্প চালু করতেই পারে।
তবে ‘আয়ুষ্মান ভারত যোজনা’ রাজ্যে সম্পূর্ণভাবে চালু করতে হলে তার ১০০ শতাংশ খরচ বহন করতে হবে কেন্দ্রকে। আর পুরো টাকা রাজ্যের হাত থেকে সংশ্লিষ্ট দফতরে পৌঁছে দেওয়ার অনুমতি দিতে হবে।
আরও পড়ুনঃ ডিজিটাল কার্ডহীনদের জন্য ফুড কুপনের ওপর বারকোড
একই কথা বলা হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে পাঠানো চিঠিতেও। এ ক্ষেত্রেও ফান্ড সরাসরি রাজ্য সরকারের হাতে দেওয়ার কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যপাল মঙ্গলবার সকালেও টুইটে জানিয়েছেন, এর জেরে পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ কৃষক ৮,৪০০ কোটি টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। প্রশাসন এই যোজনা চালু না করায় প্রত্যেক কৃষকের ১২ হাজার টাকা ক্ষতি হয়েছে। তারপরই প্রশাসনিক তরফে এই দুটি চিঠি পাঠানোর কথা জানালো নবান্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584