তৃণমূল সাংসদ সুলতান আহমেদের আকস্মিক জীবনাবসান- শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

0
898

নিজস্ব প্রতিবেদক, কোলকাতা:

তৃণমূল কংগ্রেসের নেতা ও লোকসভার সাংসদ এদিন নিজের বাসভবনেই কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। সূত্রের খবর, তাঁকে সঙ্গে সঙ্গে বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই হাসপাতাল সূত্রে তাঁর মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়েছে। খবর দেওয়া হয়েছে দলীয় নেতৃত্বকেও। নিয়মমাফিক আরও কিছুক্ষণ তাঁর মৃতদেহ হাসপাতালেই রাখা থাকবে। সুলতান আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে   রাজনৈতিক মহলেও।
২০০৯ সালে তৃণমূলের টিকিটে হাওড়ার উলুবেড়িয়া থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন সুলতান আহমেদ। কেন্দ্রীয় পর্যটনমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীও হন তিনি।নারদ কাণ্ডেও অভিযুক্ত ছিলেন উলুবেড়িয়ার এই তৃণমূল সাংসদ। যার জেরে জুলাই মাসেই ইডি এবং সিবিআই-এর জেরার মুখেও পড়েছিলেন তিনি। তৃণমূল সাংসদ ছাড়াও কলকাতার মহমেডান ক্লাবের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি।এর আগে ১৯৮৭ সাল থেকে দু’দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন সুলতান আহমেদ। প্রয়াত সাংসদের দুই সন্তান এবং স্ত্রী রয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here