মেদিনীপুর থেকে “শিক্ষারত্ন ” পাচ্ছেন গৌতম বসু

0
176

সুদীপ কুমার খাঁড়া, পূর্ব মেদিনীপুর:

পূর্ব মেদিনীপুর জেলা থেকে মাধ্যমিক শিক্ষক বিভাগে এবারে শিক্ষক দিবসে পশ্চিমবঙ্গ সরকারের “শিক্ষারত্ন ” পুরষ্কার পাচ্ছেন শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুলের জীববিদ্যা বিষয়ের সহ শিক্ষক গৌতম বসু। গৌতমবাবুর আদি বাড়ি কোলাঘাটে,বর্তমানে স্ত্রী-কন্যাকে নিয়ে মেদিনীপুর শহরের এল আই সি মোড়ে ভাড়া বাড়িতে থাকেন ।স্ত্রী আল্পনা দেবনাথ বসু স্কুল শিক্ষিকা আর কন্যা মনীষিতা বসু এম এ কমপ্লিট করে এবারে বি এড পাশ করেছেন। গৌতমবাবু পুরষ্কার পাওয়ায় পরিবার যেমন খুশি তেমনি খুশী তাঁর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল সুন্দর পাত্র সহ অন্যান্য সহকর্মী ও ছাত্রছাত্রীরা।

মেদিনীপুর কুইজ কেন্দ্রের পক্ষ থেকে সম্পাদক মৌসম মজুমদার, গৌতম বসুকে সম্বর্ধনা জানাচ্ছেন।

সেই ১৯৮৮থেকে শিক্ষকতা শুরু।
জীববিদ্যা বিভাগের শিক্ষক ।কোলাঘাটের কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে পড়া শেষ করার পর ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে প্রাণীবিদ্যায় স্নাতক ও দার্জিলিং গভঃ কলেজ থেকে স্নাতকোত্তর পর শিক্ষকতায় যোগদান করেন। নিজের বিষয় এর শিক্ষকতার পাশাপাশি ছাত্রদের নিয়মিত মেডিটেশন ও এল সি ডি প্রজেকটরের মাধ্যমে আনন্দ দায়ক শিখনের ক্লাসও করান। দুঃস্থ ও মেধাবী ছাত্র -ছাত্রীদের ২৫ বছর যাবৎ বিনামূল্যে পুস্তক প্রদান করে আসছেন। এছাড়া বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণের সূচনা,প্রত্যেক শ্রেণীকক্ষের জন্য সিলিং ফ্যান ,বিভিন্ন পরীক্ষাগারের যন্রাংশ ও উপকরণাদি ব্যবস্থা ,ছাত্রীদের জন্য শৌচালয়ের ব্যবস্থা ,বিগত ৫ বছর ধরে একাদশ শ্রেণীতে নবাগত ২০০ জন ছাত্র-ছাত্রীদের চারাগাছ বিতরণ । ১৯৯২ সাল থেকে মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানে ৮০ শতাংশের নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ পুরষ্কার প্রদান করে আসছন। ১৯৯৬সাল থেকে লেসার নামক বিজ্ঞান বিষয়ক দেওয়াল পত্রিকার সম্পাদনা । এ ছাড়া নানা পত্র-পত্রিকায় লেখা ও পাঠ্যপুস্তক লেখা,সম্প্রতি কবিতার বই ‘কাঁচা হাতের নক্সা’ লেখেন। বিদ্যালয়ে সমস্ত অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহন ,বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গ্রীনক্লাব গঠনের মাধ্যমে সবুজায়ন ও পরিষ্কার পরিছন্নতা বজায় রাখা। নানান সমাজ -সেবামূলক কাজের জন্য নানা সমাজ সংগঠনের সাথে যুক্ত । যোগাও প্রাণায়ামের মাধ্যমে মানুষকে সুস্থ রাখার মহান ব্রতে কমপক্ষে ৩০০ টির বেশি নিঃশুল্ক যোগ শিবির আয়োজন করেছেন। ছাত্র-ছাত্রীদের ও সহকর্মীদের কাছে এই পুরষ্কার ঘোষণা অত্যন্ত আনন্দের ও গর্বের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here