লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খানকে সম্বর্ধনা

0
2390

নিজস্ব প্রতিবেদক,মেদিনীপুর:

মেদিনীপুর শহরের বাসিন্দা লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খান কে সম্বর্ধনা জানালেন তাঁর গুণমুগ্ধরা। রবিবার সন্ধ্যায় রোশেনারা খানের বড় আস্তানার বাসভবনে তাঁর হাতে মানপত্র, পুষ্পস্তবক ও উপহার তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষথেকে ।

মানপত্র।

নারীর অধিকার এবং বিশেষ করে মুসলিম মহিলা দের অধিকার নিয়ে বিগত কুড়ি বছর ধরে সোচ্চার রোশেনারা দেবী। এই বিষয়ে বিভিন্ন পত্র-প্রত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে । দূরদর্শণ ও বেসরকারী টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে নারীর অধিকার নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন রোশেনারা খান। প্রথাগত শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত না হয়েও বর্তমানে কলেজ -বিশ্ববিদ্যালয়ের নানা সেমিনারে তাঁর ডাক পড়ে। বর্তমানে আমাদের রাজ্যে মুসলিম মহিলাদের সমনাধিকার দাবীতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলী, অধ্যাপিকা সৈয়দা তনভীর, শিক্ষাবিদ্ সুস্মিতা ভট্টাচার্য্য, আইনজীবী ওসমান মল্লিক প্রমুখের নেতৃত্ব গঠিত “জয়েন্ট মুভমেন্ট” কমিটি অন্যতম সৈনিক রোশেনারা খান।

রোশেনারা খানের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মান জানাচ্ছেন মৌপাল দেশপ্রাণ হাইস্কুলের প্রধান শিক্ষক প্রসূন পড়িয়া।

রোশেনারা খান ইতিমধ্যে বেশ কয়েকটি বই লিখেছেন ।তাঁর লেখা “বাঙালী মুসলিম সমাজ ও নারী” বর্তমান সময়ে পাঠক মহলে সমাদৃত হয়েছে । রোশেনার খানের সমস্ত কাজকে সব সময় উৎসাহিত করে গেছেন তাঁর স্বামী প্রাক্তন সরকারী প্রশাসনিক অফিসার সাজাহান খান।

রোশেনারা খানের হাতে মানপত্র তুলে দিচ্ছেন মেদিনীপুর বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ বিশ্বজিৎ সেন ।

এহেন একজন মহিলাকে সম্মান জানাতে পেরে আয়োজকরা আনন্দিত। রবিবারের সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যাসাগর শিক্ষণ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক বিশ্বজিৎ সেন, মৌপাল হাইস্কুলের প্রধান শিক্ষক প্রসূণ পড়িয়া, শিক্ষক ও সংগীত শিল্পী মাতুয়ার মল্লিক, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, কবি অভিনন্দন মুখোপাধ্যায়, শিক্ষক অরিন্দম দাশ, শিক্ষক স্নেহাশীষ চৌধুরী, সমাজকর্মী চন্দ্রিমা সামন্ত, কবি অরুণজীবী রায়, কবি সৌতিক হাতি, কবি সুজাতা কয়াল, কুইজ মাষ্টার মনিকাঞ্চন রায়, নাট্যকর্মী মুস্তাক আলি,পরিবেশপ্রেমী সুভাষ জানা, শিক্ষিকা শবরী বসু, সরোজ মান্না প্রমুখ ব্যক্তিবর্গ। গান,কবিতা পাঠ, স্মৃতিচারণ,আলোচনা ছিল এই সম্বর্ধনা সভার অংশ।

রোশেনারা খানের সাথে অন্যতম আয়োজক শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।

গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদীপ কুমার খাঁড়া ও চন্দ্রিমা সামন্ত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে রোশেনারা খান দেবী প্রথাগত শিক্ষক না হয়েও সমাজকে পথ দেখাচ্ছেন তাই এহেন সমাজ শিক্ষককে শিক্ষক দিবসের প্রাক্কালে সম্মান জানাতে পেরে তাঁরা খুশী ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here