কনটেনমেন্ট জোনে থাকা বাজার বন্ধই থাকছে, নির্দেশিকা কেন্দ্রের

0
85

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দেশের কয়েকটি রাজ্যের করোনা সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রের, এদিকে উৎসবের মরশুম সম্পূর্ণ শেষ এমনও নয়। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে সারা দেশের বাজার সুপার মার্কেট শপিং মলগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।

Health ministry | newsfront.co
ফাইল চিত্র

সোমবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জারি করা হয় নতুন নির্দেশিকা, তাতে বলা হয়েছে, কনটেনমেন্ট জোনগুলির বাজার বন্ধই থাকছে। শুধুমাত্র কনটেনমেন্ট জোনের বাইরে থাকা বাজার, সুপার মার্কেট, শপিং মল খোলা রাখা যাবে, সেখানে মানতে হবে কড়া কোভিড প্রটোকল।

এই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা আবহেও বাজার, সুপার মার্কেট, শপিং মলে যথেষ্টই ভিড় হচ্ছে, যা কিছুটা অপ্রয়োজনীয়ও বটে। অনেকক্ষেত্রেই সেখানে নিয়ম মানার বালাই নেই। মাস্ক পরছেন না অনেকে, বজায় রাখা হচ্ছে না শারীরিক দূরত্বও।

ফলত, এইসব এলাকা থেকে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে। সে কারণেই, কনটেনমেন্ট জোনের বাজার বন্ধ রাখার নির্দেশিকার জারি করা হল। একই সঙ্গে কনটেনমেন্ট জোনের বাইরের দোকান-বাজারে কঠোর ভাবে কোভিড বিধি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দেশের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে, মোদীর ডাকে সর্বদল বৈঠক শুক্রবার

প্রসঙ্গত, রবিবার কলকাতার তিনটি এলাকা বালিগঞ্জ, টালিগঞ্জ ও গড়িয়ার একাংশকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে এই এলাকাগুলিতে আপাতত বাজার বন্ধ থাকার কথা। যদিও এবিষয়ে রাজ্যসরকারের নির্দেশ এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ বুধবার বিকেল চারটে নাগাদ প্রথম করোনা ভ্যাকসিন নেবেন ফিরহাদ হাকিম

১ ডিসেম্বর থেকে দেশজুড়ে নতুন কোভিডবিধি জারি হচ্ছে। আনলেকর বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে দেশের প্রায় সব অর্থনৈতিক ক্ষেত্রগুলিকে ছাড় দেওয়া হয়েছে। নিয়ম মেনে সিনেমা হল, থিয়েটার, বিনোদন পার্ক খোলার অনুমতিও দেওয়া হয়েছে। লোকাল ট্রেন, মেট্রো চালানো শুরু হয়েছে,শুধুমাত্র আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখা হয়েছে। এইসব ছাড়ই শুধুমাত্র কনটেনমেন্ট জোনের বাইরে দেওয়া হয়েছে, কনটেনমেন্ট জোনগুলি কার্যত এখনও লকডাউনের আওতায়।

১ ডিসেম্বর থেকে দেশজুড়ে নতুন কোভিডবিধি কার্যকর হচ্ছে। ফলে আশা করা হয়েছিল কনটেনমেন্ট জোনে অর্থনৈতিক কার্যকলাপে ছাড় দিতে পারে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই আশা পূর্ণ হল না। স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকায় জানিয়ে দেওয়া হল, কনটেনমেন্ট জোনে থাকা বাজার বন্ধই থাকছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here