কলকাতা-সহ বাংলার সাত জেলায় পরিস্থিতি গুরুতর, রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, উত্তর চাইলেন মুখ্যমন্ত্রী

0
140

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

করোনা পরিস্থিতিতে পরিসংখ্যানের পার্থক্য আগে থেকেই ছিলোই। কেন্দ্র এবং রাজ্য স্বাস্থ্য দফতর প্রদত্ত পরিসংখ্যানে থাকছিলো ফারাক। এবার রাজ্যে দুটি কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata And Amit | newsfront.co
গ্রাফিক্স চিত্র

এদিন দিল্লির কেন্দ্রীয় প্রেরণ করার বিষয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, কিসের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানানো হোক যতক্ষণ রাজ্য সরকার যথাযথ উত্তর না পাবে ততক্ষণ এই কেন্দ্রীয় দলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা সম্ভব হবে না।

আরও পড়ুনঃ আর বাড়ি ফিরতে হবে না করোনা চিকিৎসায় যুক্ত স্বাস্থ্যকর্মীদের! জারি নির্দেশিকা

মহামারি পরিস্থিতিতে বারবার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সাহায্যের স্বল্পতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর ঘিরে মুখ্যমন্ত্রীর এই অবস্থানের কি উত্তর দেয় দিল্লি সেটাই দেখার।

সংবাদ সূত্রে জানা যায় যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায় পরিস্থিতি ‘বিশেষ ভাবে গুরুতর’। সংক্রমণের নিরিখে এই স্পর্শকাতর জেলাগুলির পরিস্থিতি পর্যালোচনা করে তেমনই ধারনা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের।

তাই বিপর্যয় মোকাবিলা আইনের ৩৫(১), ৩৫(২), ৩৫(২)(এ), ৩৫(২)(ই) এবং ৩৫(২)(আই) ধারা অনুযায়ী কেন্দ্রের অধিকার প্রয়োগ করে আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুটি প্রতিনিধি দল গঠন করেছে কেন্দ্র। তারা ওই সাত জেলার পরিস্থিতি ঘুরে দেখবে। রবিবার ওই চিঠি নবান্নকে পাঠিয়ে এও জানানো হয়েছে যে, অনধিক তিন দিনের মধ্যে কেন্দ্রের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে পৌঁছবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here