নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। তাঁদের ডি.এ বাড়ল ১১ শতাংশ। গত বছর করোনা অতিমারী শুরুর সময় থেকে কর্মীদের মহার্ঘভাতা দেওয়া বন্ধ করে কেন্দ্রীয় সরকার। তিন কিস্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা দেওয়া স্থগিত রাখা হয়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ হলো।
কেন্দ্রের আজকের সিদ্ধান্ত অনুযায়ী, ১, জানুয়ারি ২০২০, ১ জুলাই ২০২০ এবং ১ জানুয়ারি ২০২১-এ যে তিনবার মহার্ঘভাতা দেওয়ার কথা ছিল, তা মিটিয়ে দেওয়া হবে। কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশভোগীরা আশা করছেন উৎসবের মরসুমে অতিরিক্ত পাওনা মিলবে তাঁদের। ক্যাবিনেট সচিবের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জয়েন্ট কাউন্সিল মেশিনারি মহার্ঘভাতা মেটানোর বিষয়ে ছাড়পত্র দেয় গত সপ্তাহে, তারপরেই আজ এই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী দেশে বেড়েছে স্কুলে ভর্তির হার, উন্নতি পরিকাঠামোর
গত বছরের এপ্রিল মাস থেকে মহার্ঘভাতা বন্ধ করে ৩৭,৫৩০.০৮ কোটি টাকা বাঁচিয়ে সেই অর্থ লকডাউন জনিত আর্থিক ক্ষতি সামলাতে কাজে লাগিয়েছে সরকার। তাৎক্ষণিক ব্যবহারের পর কর্মীদের পাওনা মহার্ঘভাতার ওপর থেকে এখন তুলে নেওয়া হলো নিষেধাজ্ঞা। তবে তা সেপ্টেম্বর মাসেই কর্মীদের হাতে আসবে কিনা সে বিষয়ে সরকারি সূত্রে স্পষ্ট কিছু জানা যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584