ইএমআই পেছানোর ‘লোক দেখানো’ সিদ্ধান্তে বেশি করে সুদ গুনতে হবে দাবি করে মামলা সুপ্রিম কোর্টে

0
127

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

তিন মাস ইএমআই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত  ‘লোক দেখানো’ ছাড়া আর কিছুই নয় দাবি করে করোনা লকডাউনের মাঝে মোরাটোরিয়াম পিরিওডে ইএমআই থেকে সুদ না নেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।

করোনা অতিমারির ফলে দেশজুড়ে লকডাউনের মাঝে রিজাভ ব্যাংক অফ ইন্ডিয়া যাবতীয় টার্ম লোনের উপর মোরাটোরিয়াম ঘোষণা করে। সমস্ত ব্যাংক কর্তৃপক্ষকে সার্কুলার জারি করে আরবিআই জানায় যে ১লা মার্চ থেকে ৩১ মে- এই ৩ মাস ব্যাংক গুলো চাইলে ইএমআই নাও নিতে পারে। আরবিআই-এর এই প্রস্তাব মত সব ব্যাংকই তাদের গ্রাহকদের জানিয়ে দেয় যে তারা ইচ্ছা করলে এই তিন মাস ইএমআই নাও দিতে পারে। অর্থাৎ যারা ইএমআই দিতে চাইবেন না তারা সেই সুযোগ পাবেন।

ব্যাংকের এই প্রস্তাব আপাতদৃষ্টিতে অনেক গ্রাহকের কাছে সুবিধাজনক মনে হলেও কিছু গ্রাহকের কাছে এটা লোক দেখানো ছাড়া কিছুই নয়। কারণ আরবিআই-এর প্রস্তাবে এও বলা আছে যে এই তিন মাস ইএমআই না দিতে হলেও এই ৩ মাসের না দেওয়া ইএমআই-এর উপর সুদ ধার্য করতে কোন বাধা থাকবেনা ব্যাংকগুলোর। অর্থাৎ ঋনের জন্য তিন মাস ইএমআই দেওয়ার মেয়াদ বেড়ে যাবে। পরে সুদ সমেত ৩ মাসের ইএমআই মেটাতে হবে।

তাই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে মামলা করে দাবি করা হয়েছে যে রিজার্ভ ব্যাংকের সার্কুলারের ফলে গ্রাহকদের কোন সুবিধাই হবে না; বরঞ্চ বেশি পরিমাণে সুদ গুনতে হবে।এই মামলায় মোরাটোরিয়ামের মেয়াদ বাড়িয়ে এই সময় যারা ইএমআই দিতে পারবেন না সেই সমস্ত গ্রাহকদের কাছ থেকে কোন সুদ না নেওয়ার আবেদন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here