মুখ্যসচিবকে এবার জোড়া চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের

0
119

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

ফের রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। সোমবার পরপর দুটি চিঠি দিয়ে পরিযায়ী শ্রমিক ও স্বাস্থ্যকর্মীদের কথা তুলে ধরলেন স্বরাষ্ট্রসচিব।

officials | newsfront.co
গ্রাফিক্স চিত্র

প্রথম চিঠিতে তিনি লেখেন, যেসমস্ত পরিযায়ী শ্রমিকরা পায়ে হেঁটে রেল লাইন ধরে যাচ্ছেন তাঁদের আটকাতে হবে। ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনেই ফিরতে হবে পরিযায়ী শ্রমিকদের। নির্দিষ্ট বাসে অথবা নির্দিষ্ট ট্রেনেই ফেরাতে হবে তাঁদের। এভাবে রাস্তা দিয়ে অথবা রেললাইন ধরে হাঁটতে দেওয়া যাবে না। খুব প্রয়োজন হলে নিকটবর্তী কোনও নির্দিষ্ট জায়গায় তাঁদের রাখতে হবে।

letter | newsfront.co
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের জোড়া চিঠি

আরও পড়ুনঃ রাজ্যকে মসুর ডাল দেবে না, জানাল কেন্দ্রীয় সংস্থা নাফেড

পরিযায়ী শ্রমিকদের থেকেই বেশি ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। রেললাইন ধরে হাঁটাতে ঘটছে দুর্ঘটনাও। তাই সংক্রমণ রুখতে ও দুর্ঘটনা এড়াতে রাজ্যকে এহেন ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন অজয় ভাল্লা। পাশাপাশি শ্রমিক স্পেশাল ট্রেনগুলি চালানোর ক্ষেত্রেও রাজ্য সরকারকে যাতে সাহায্য করে সেই কথাও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।

দ্বিতীয় চিঠিতে স্বরাষ্ট্রসচিব লেখেন, স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের ক্ষেত্রেও যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়ে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালগুলি বন্ধ রয়েছে সেগুলি যেন খোলা হয়। এবং কাজ যাতে স্বাভাবিক থাকে সেই বিষয়ে নজর রাখতে হবে রাজ্যসরকারকে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here