সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
আমপান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। এদিন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ নং ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কাটানদিঘি গ্রামের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় দলের ৭ সদস্য।
ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে কথাও বলেন তারা। অবশ্য কেন্দ্রীয় দলের প্রতিনিধিদেরকে পেয়ে এলাকার স্থানীয় বাসীন্দারা ত্রাণ নিয়ে ক্ষোভ উগরে দেন। এলাকাবাসীদের অভিযোগ, আমপান ঝড়ে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত তারা। তারউপর সরকারি কোন সাহায্য মেলেনি, তাই এদিন ডায়মন্ডহারবারের মহকুমাশাসক সুকান্ত সাহাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।
আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালে অতিরিক্ত মৃত্যুহার খতিয়ে দেখতে যাবে সরকারি অডিট টিম
পাশাপাশি মহকুমাশাসক উত্তেজিত জনতাকে আশ্বস্ত করে বলেন ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক বাপি হালদার জানায়, এলাকায় পর্যাপ্ত পরিমাণে ত্রান দেওয়া হয়েছে। যদি কেউ না পেয়ে থাকে তাহলে তাদেরকে জানালে অবশ্যই তারা পাশে থাকবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584