নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
গত কয়েকদিন আগেই রাজ্যে করোনা মোকাবিলার পরিস্থিতি সরজমিনে ক্ষতিয়ে দেখার জন্য তিন জনের এক প্রতিনিধি দলকে পাঠিয়েছিল কেন্দ্র। তবে এই কয়েকদিনের মধ্যে রাজ্যের সহযোগিতায় বেশ কিছু এলাকা পরিদর্শন করেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে শনিবার কালিম্পংয়ের উদ্দেশ্যে বের হওয়ার পর, হঠাৎই হানা দেয় শিলিগুড়ির চম্পাশরীর নিয়ন্ত্রিত বাজারে।
এটি মূলত উত্তত-পূর্ব ভারতের অন্যতম বাজার হিসাবে পরিচিত শিলিগুড়ির এই রেগুলেটেড মার্কেটটি। এমনকি তাঁরা পরিদর্শন করতে এসে দেখতে পান মার্কেট চত্বরে যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনার স্তুপ। শুধু তাই নয়, সেখানে গিয়ে বেশ কিছু ব্যবসায়ীদের সাথেও কথা বলেন তাঁরা।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপেই মিলবে ওষুধ, ঘোষণা জেলা সভাধিপতির
এমনকি এদিন পরিদর্শনে আসা কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের কাছে একাধিক বিষয় নিয়ে নালিশ করেন ব্যবসায়ীরা।এর পাশাপাশি ব্যবসায়ীদের করা অভিযোগ লিপিবদ্ধও করেন তাঁরা বলে জানতে পারা গেছে। এরপর পুরো মার্কেট চত্বর পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যবেক্ষন করার পর সেখান থেকে আবারও কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেয় প্রতিনিধি দলটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584