শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা মোকাবিলায় রাজ্যের কর্মপদ্ধতি খতিয়ে দেখতে প্রথমে ৫ টি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্র। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখে চলতি সপ্তাহেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সম্মিলিত রিপোর্ট জমা দিয়েছে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল গুলি।
আর সেই রিপোর্ট দেশের ২০ টি রাজ্যের ২০ টি জেলাকে চিহ্নিতকরণ করা হয়েছে। তাতে নাম রয়েছে এই রাজ্যের কলকাতারও। তাই এবার কলকাতাতেও এবার কেন্দ্রীয় পরিদর্শক দল পাঠাচ্ছে কেন্দ্র।
1.Mumbai, Pune,Thane(Maharashtra)
4.Ahmedabad, Surat,Vadodara(Gujarat)
7.Delhi South East, Central
9.Indore, Bhopal(M.P)
11.Lucknow, Agra(U.P)
13.Jaipur, Jodhpur(Rajasthan)
15.Krishna, Guntur, Kurnool(Andhra Pradesh)
18.Hyderabad(Telangana)
19.Chennai(T.N)
20.Kolkata(W.B)(2/2)
— PIB India #StayHome #StaySafe (@PIB_India) May 3, 2020
কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্ত এবং মৃত্যুর পরিষ্কার হিসেব সামনে আসছে না। সীমিত পরিমাণ পরিকাঠামো নিয়ে রাজ্যের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা চেষ্টা চালালেও নাজেহাল হয়ে পড়ছেন। বিভিন্ন রাজ্য সরকারি নিয়ম-নীতির ফাঁসে তারা বারবারই আটকে যাচ্ছেন। তাই রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মী ও আধিকারিকদের সহায়তা করতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ২০ টি পরিদর্শক দল গঠন করেছে।
দেশের ২০ জেলার পরিস্থিতি পর্যালোচনা করতে ওই বিশেষ কেন্দ্রীয় দলগুলিকে নির্দিষ্ট করে পাঠানো হচ্ছে। দলে থাকছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, ভাইরোলজিস্টরা। কন্টেনমেন্ট বিধি বলবৎ করা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে তাঁরা রাজ্যকে সাহায্য করবেন বলে পিআইবি-র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতার জন্য নিযুক্ত দলে থাকছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ-এর প্রধান মধুমিতা দুবে এবং এই সংস্থারই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লীনা বন্দ্যোপাধ্যায়।
20 Central Public Health Teams from @MoHFW_INDIA have been formed and are being sent to the 20 districts that are reporting maximum number of #COVID19 cases in the country, including Mumbai, Thane and Pune.
The teams will support states in fighting #COVIDー19#IndiaFightsCorona pic.twitter.com/UbVZHHCAba
— PIB in Maharashtra 🇮🇳 #MaskYourself 😷 (@PIBMumbai) May 3, 2020
রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য মন্ত্রকের আঞ্চলিক ডিরেক্টররা কেন্দ্রীয় দলের গতিবিধি ঠিক করবেন।জানা গিয়েছে, কলকাতা ছাড়াও দিল্লির দু’টি জেলা (মধ্য ও দক্ষিণ পূর্ব), মুম্বই, ঠানে, পুণে, সুরত, আমদাবাদ, বডোদরা, চেন্নাই, লখনউ, ইনদওর, হায়দরাবাদ, গুন্টুরের মতো ২০টি স্থানে ২০ টি কেন্দ্রীয় পরিদর্শক দল পাঠানো হচ্ছে। মহামারী নিয়ন্ত্রণে এভাবেই কেন্দ্র-রাজ্য সমন্বয়ে কাজ করতে চায় ওই সমস্ত কেন্দ্রীয় পরিদর্শক দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584