আলকায়দার ‘হিট লিস্টে’ বাংলার রাজনীতিবিদরা,ভোটের আগে সতর্ক করলো গোয়েন্দারা

0
101

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে জোর ধাক্কা দিতে চেয়েছিল আল-কায়েদা জঙ্গি সংগঠন। কিছুদিন আগে মুর্শিদাবাদ থেকে এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছিল এনআইএ।

intelligence bureau | newsfront.co
ফাইল চিত্র

এবার অভিযুক্তদের জেরা করে আইবি গোয়েন্দারা জানতে পারলেন, সংগঠনটি হিট লিস্টে রয়েছে বেশ কয়েকজন রাজনীতিবিদের নাম যারা অধিকাংশই রয়েছেন শাসকদলে।এই হামলার জন্য ওই সমস্ত রাজনৈতিক নেতাদের গতিবিধির ওপর নজর রাখা এবং রাজ্যে মজুত ‘স্লিপার সেল’গুলিকে কাজে লাগাচ্ছে জেহাদি সংগঠন। স্বরাষ্ট্রমন্ত্রকে বিশেষ রিপোর্ট পাঠিয়ে এমনটাই দাবি করেছে ওই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুনঃ রোজভ্যালিকাণ্ডে গৌতম কুণ্ডুর ৩টি ফ্ল্যাট খালি করার নোটিস ইডি-র

সূত্রের খবর, নভেম্বরের ৫ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রকে একটি রিপোর্ট দাখিল করেছে ইন্টালিজেন্স ব্যুরো। সেখানে বলা হয়েছে, রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের মগজ ধোলাই করছে আল কায়দা। ভারতে নিজেদের উপস্থিতি ঘোষণা করতে পশ্চিমবঙ্গে বড়সড় হামলার পরিকল্পনা করছে সংগঠন।

আরও পড়ুনঃ বাংলায় আমপানের ক্ষতিপূরণ বাবদ ২,৭০৭ কোটি টাকার অর্থ সাহায্য কেন্দ্রের

করাচি ও পেশোয়ারে রিক্রুটমেন্টের সেন্টার খুলে অনলাইনে পশ্চিমবঙ্গ থেকে সদস্য সংগ্রহ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার কিছু কিছু জানলেও তারা এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে না বলেও দাবি করা হয়েছে রিপোর্টে। একইসঙ্গে রাজ্যে মজুত ‘স্লিপার সেল’গুলিকে কাজে লাগিয়ে বিস্ফোরণ ও নেতামন্ত্রীদের উপর হামলা করার নকশা তৈরি করছে আল কায়দা।

সম্প্রতি পশ্চিমবঙ্গে গোপন অভিযান চালিয়ে ৯ জন যুবককে গ্রেপ্তার করে এনআইএ। এখনও পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযানে জড়িত ১১ সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। এবার এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর রাজ্যের পুলিশ প্রশাসনের যে রক্তচাপ আরো বাড়বে, তা বলাই বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here