ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
করোনা আবহের মধ্যেই কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত।এবার কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বদনাম করার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার অভিযোগ রাপিড টেস্ট বন্ধ করা নিয়ে। চীনের পাঠানো কীট নিয়ে সমস্যা রয়েছে এই দাবি তুলে আইসিএমআর আপাতত দুদিন রাপিড টেস্ট বন্ধ করার কথা ঘোষণা করেছে।
বুধবার নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা সাধ্যমতো কাজ করার চেষ্টা করছি, কেউ কেউ বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন। এদিকে, র্যাপিড টেস্টের কিট যা পাঠিয়েছিল, তা তুলে নিয়েছে। কারণ তা ত্রুটিপূর্ণ ছিল। তাহলে কার দোষ? তিন ধরনের কিট হয়। আরটিপিসিআর কিটেও ত্রুটি ছিল, তুলে নিয়েছে । সময়মতো টেস্ট করতে হবে, তাহলে এ অবস্থার জন্য কে দোষী ?”
একইসাথে কোনরকম পূর্বঘোষণা ছাড়ায় কেন্দ্রীয় বাহিনী বাংলায় যে এসেছিল এবং বাংলায় পৌঁছানোর তিন ঘন্টা পরে মমতা ব্যানার্জি তা জানতে পারেন এ প্রসঙ্গে পূর্বেই মুখ্যমন্ত্রী ও রাজ্যের মুখ্যসচিব এবং তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রটোকল ভাঙ্গার অভিযোগ তুলেছিল । কেন্দ্র সরকার আবার রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে। আজ নবান্নে মমতা বলেন, “বাংলার লোকেরা স্নান করতে পারছে কিনা, খেতে পাচ্ছে কিনা, দেখতে এসছে এখানে। তার মধ্যে কড়া চিঠি দিয়েছে। চিঠি দিতেই পারে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584