পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
খোদ কেন্দ্রীয় সরকারের দপ্তর নেহেরু যুব কল্যান দপ্তরের রায়গঞ্জের অফিসে তোলা হলনা ভারতের জাতীয় পতাকা। উত্তর দিনাজপুর জেলায় রাজ্য সরকারের প্রতিটি দপ্তরেই আজ ৭৩ তম স্বাধীনতা দিবস পালন করা হলেও কেন্দ্রীয় সরকারের দপ্তরে আজকের দিনে জাতীয় পতাকা উত্তোলন না করায় চরম বিতর্ক দেখা দিয়েছে।
সকাল থেকেই দপ্তরে তালা লাগানো রয়েছে। একজন অস্থায়ী কর্মচারী এলেও তিনি জানেন না কেন বন্ধ রয়েছে তাদের দপ্তর।
রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত এই ঘটনার তীব্র নিন্দা করে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মীয় রাজনীতি করার অভিযোগ তুলেছেন।
সারা দেশের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার সর্বত্র সরকারি ও বেসরকারি সব দপ্তরেই আজ জাতীয় পতাকা উত্তোলন করে পালন করা হচ্ছে ভারতবর্ষের ৭৩তম স্বাধীনতা দিবস। কিন্তু খোদ কেন্দ্রীয় সরকারের দপ্তর নেহেরু যুব কল্যান দপ্তরের উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে আজ তোলা হলনা জাতীয় পরাকা। পালন করা হলনা স্বাধীনতা দিবস।
আরও পড়ুনঃ জলঙ্গীতে বিদ্যুৎ অফিসে তালা বন্ধ করে বিক্ষোভ
দেখা মেলেনি আধিকারিক সহ কর্মীদের। দপ্তরের কার্যালয়টি তালাবন্ধ হয়ে পড়ে থাকল সারাটা দিন। একজন মাত্র অস্থায়ী কর্মচারী আসলেও তিনি অফিস বন্ধ থাকার কোনও কারন জানাতে পারেন নি। এই ঘটনাকে কেন্দ্র করে চরম বিতর্ক দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে।
রায়গঞ্জের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সরাসরি অভিযোগ করে বলেন, কেন্দ্রের মোদির নেতৃত্বে বিজেপি সরকার ধর্মীয় রাজনীতি করে চলেছেন।
এরা স্বাধীনতা আন্দোলনে কোনও দিনই ছিলেন না। স্বাধীনতা দিবসের মর্যাদা তারা জানেনা বলে মন্তব্য করেছেন এই কংগ্রেস নেতা। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন একমাত্র কংগ্রেস দলই করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584