আচমকাই নিখোঁজ কেন্দ্রীয় অফিসের কর্মী, উৎকন্ঠায় পরিবার

0
33

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ

এগারো দিন ধরে নিখোঁজ এক কেন্দ্রীয় অফিসের কর্মী। এই ঘটনায় ওই সরকারি কর্মীর কোন খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় পরিবারের সকল সদস্যরা। বালুরঘাট প্রধান ডাকঘরের কর্মী জয়দেব দত্ত নামে ওই যুবক গত ৪ ঠা মার্চ থেকে নিখোঁজ।

missing person | newsfront.co
নিখোঁজ ব্যক্তি। ফাইল চিত্র

কেন এবং কি কারনে সে হঠাৎ করে নিখোঁজ হলেন সে নিয়ে ধন্দে তার পরিবার পরিজন থেকে অফিসের বন্ধুবান্ধব সকলে। অবশেষে তার কোন হদিস না পেয়ে জেলা পুলিশের পাশাপাশি লালবাজারেও মিসিং স্কোয়াডের দ্বারস্থ ওই নিখোঁজ থাকা কেন্দ্রীয় কর্মীর পরিবার।

family member | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, বালুরঘাট সাহেব কাছারি পাড়ার বাসিন্দা অমল চন্দ্র দত্তের তিন ছেলে। যার মধ্যে বড় ছেলে জয়দেব দত্ত গত রবিবার ৪ঠা মার্চ তারিখে বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়ি ফিরে আসেনি।

আরও পড়ুনঃ অবশেষে আট দিনের মাথায় মহিলা খুনে আটক এক মহিলাসহ চার জন

আরও জানা গেছে বাড়ি থেকে বেরোনোর সময় জয়দেব দত্ত তার মোবাইল থেকে শুরু করে মানিব্যাগ কিছুই সঙ্গে নেননি। যে কারনে তার সঙ্গে তার বাড়ির লোক কোনভাবেই যোগাযোগ করতে পারছে না। আর এই কারনেই বাড়ির লোক উৎকণ্ঠায় ভুগছেন।

আরও জানা যায় পোস্ট অফিসের কর্মী জয়দেব বাবু ঠিক কি কারনে বাড়িতে আর ফিরে এলেন না, সেই বিষয়ে ধন্দে তার পরিবার। এই বিষয়ে বালুরঘাট থানা ও লালবাজারে অভিযোগ জানিয়েছে জয়দেব বাবুর পরিজনেরা।

তার পরিবার সূত্রে খবর, জয়দেব দত্ত তার বাড়িতে খুব কম কথা বলতেন। এমনকি বেশ কয়েক বছর যাবৎ তিনি তার মায়ের সাথে কথা বলতেন না। তাই লাজুক স্বভাবের জয়দেব দত্ত ঠিক কি কারনে বাড়ি ছাড়লেন সেই বিষয়ে কিছুই বলতে পারেননি তার পরিবারের লোকেরা।

এমনকি তার অফিসের সহ কর্মী ও বন্ধুবান্ধব মহল ও এই নিয়ে কোন আশার আলো দেখাতে পারেনি। তবে তারা জানিয়েছে বেশ কিছু দিন ধরে জয়দেবকে একটু অন্যমনষ্ক ও মনমরা হয়ে ছিলেন। জিজ্ঞেস করলে সে কোন উচ্চবাচ্চ্য করেনি বলে তারা জানিয়েছে।

এদিকে বাড়িতে জয়দেব যে ঘরে থাকতেন সেখান থেকে বেড়োনোর সময় সে অনান্য দিনের মত তালা মেরে যাওয়ায় পরিবারের লোকজন তার সঠিক হদিস পেতে পুলিশ ডেকে তালা ভাঙে। তারপর পুলিশ সেই ঘর থেকে তার মানি ব্যাগ মোবাইল ফোন ও একটি ব্যাংকের পাশ বই ও এ টি এম কার্ড উদ্ধার করে।

পাশাপাশি বাবার উদ্দেশ্যে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে। তাতে জয়দেব বাবার উদ্দেশ্যে লিখেছে তার ব্যাংকে এক লক্ষ টাকা জমা রয়েছে, বাবা এই টাকা খরচ করতে পারে। তার জন্য সে ব্যাংকের এ টি এম এর পিন নম্বরও লিখে রেখে গেছে ওই চিরকুটে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

এই অবিবাহিত যুবক হঠাৎ কি কারনে এভাবে কাউকে না জানিয়ে নিখোঁজ হলেন সে নিয়েই ধন্দে পুলিশ।
যদিও তার এক ভাইয়ের দাবি তিনি নাকি তার দাদাকে রাত্রিকালিন একটি কলকাতা যাওয়ার বাসে সেদিন হঠাৎ করে দেখতে পেয়েছিলেন।

সেদিন বন্ধুদের সাথে রোজকার মত আড্ডা মারার সময় বালুরঘাট বাস স্ট্যাণ্ডে তার দাদাকে দেখেছিল বলে জানায় নিখোঁজ ব্যক্তির ভাই। সে সময় সে ভেবেছিল দাদা বোধহয় নিজের কাজে কলকাতা যাচ্ছে। নিখোঁজ থাকার পরে ওই বাসের কাউন্টারে খোঁজ নেন তিনি।তবে তার দাদার নামের কোন যাত্রীর নাম সেদিনের যাত্রী তালিকায় পায়নি সে।

এদিকে দীর্ঘদিন ধরে ছেলের কোন খোঁজ না পেয়ে তার বৃদ্ধ বাবা-মা থেকে শুরু করে তার ভাইয়েরা সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন। যে কোনো ভাবে যদি কোন ব্যক্তি জয়দেব দত্তের খোঁজ পেয়ে থাকেন তাহলে যেন তারা সেই খবর তার পরিবারের কাছে পৌঁছে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here