নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকে ২০৭ কোবরা বাহিনীর ক্যাম্পে কেন্দ্রীয় সংস্থা এনআইএ -এর তিনজন প্রতিনিধি দল জেরা করলো একসময়ের পুলিশি সন্ত্রাসবিরোধী জনসাধারণের কমিটির নেতা বর্তমান তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোকে।
শুক্রবার বেলা এগারোটা থেকে বিকেল পর্যন্ত তাকে দফায় দফায় জেরা করা হয়। মূলত একটি খুনের ঘটনা এবং রাজধানী এক্সপ্রেসে হামলার ঘটনায় তাকে শুক্রবার জেরা করা হয়। শনিবার সকাল ন’টায় ছত্রধর মাহাতোকে ফের হাজির হওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের এক কলেজের দুর্নীতিতে নাম জড়াল প্রাক্তন জেলা সভাধিপতির
তাই শনিবার ফের ছত্রধর মাহাতোকে জেরা করবে কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা। জেরা শেষ করে বেরিয়ে আসার পর তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো বলেন, “১০ বছর পর পুরোনো কেসে আমাকে হয়রানি করার জন্য কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আমি আইনে বিশ্বাস করি এবং ভরসা রাখি। আইন আইনের পথে চলবে।
আমাকে আধিকারিকরা যে সব প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেছেন আমি তার উত্তর দিয়েছি। পুরোনো কেসে যেভাবে কেন্দ্রীয় সংস্থা আমাকে হেনস্তা করা শুরু করেছে তা দেখে মনে হয় আমি জেল থেকে ছাড়া পাওয়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় আমাকে ওরা হেনস্থা করতে শুরু করেছে।
আরও পড়ুনঃ ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
তবে আমি ভয় করিনা এবং পিছিয়ে যায়না। আমি ওদের মুখোমুখি বসে ওরা যা জিজ্ঞাসা করেছে তার আমি উত্তর দিয়েছি। তবে যে দুটি পুরোনো কেসে আমাকে ওরা জিজ্ঞাসা করছে সে সম্পর্কে আমি কিছুই জানিনা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584