নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার পরিবর্তে ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশনের যে প্রস্তাব উচ্চশিক্ষা দপ্তরে পাঠানো হয়েছিল, তা খারিজ করে দিলো সংশ্লিষ্ট দপ্তর।
এই বছর কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না বলে নির্দেশ দেয় উচ্চশিক্ষা দপ্তর। নির্দেশে বলা হয় ভর্তি নিতে হবে শুধু শেষ পরীক্ষার ফলের ভিত্তিতে। এতে আপত্তি জানিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ভর্তি কমিটির বৈঠকে প্রস্তাব দেওয়া হয়, ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের প্রাপ্ত নম্বরকে ৮০ শতাংশ গুরুত্ব দেওয়া হোক। দ্বাদশ শ্রেণীর সঙ্গে দশম শ্রেণীর প্রাপ্ত নম্বরকেও গুরুত্ব দেওয়া যেতে পারে।
আরও পড়ুনঃ প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফল, পাশের হার ৯৯.৩৭ শতাংশ
কিন্তু বাকি ২০ শতাংশ নম্বর অনলাইনে বা ফোনে গ্রুপ ডিসকাশন অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হোক। শেষ পরীক্ষায় যদি একই নম্বর একাধিক পড়ুয়া পেয়ে থাকে তাহলে শুধু নম্বর অনুযায়ী ভর্তির ক্ষেত্রে তৈরি হতে পারে সমস্যা, এমনটাই বলা হয়েছিল কমিটির বৈঠকে। কিন্তু এই প্রস্তাব শেষ পর্যন্ত খারিজ করে দিল উচ্চ শিক্ষা দপ্তর।
আরও পড়ুনঃ মাধ্যমিকে ১০০ শতাংশ পাস, একাদশ শ্রেণিতে ভর্তির আসন সংখ্যা বৃদ্ধি শিক্ষা সংসদের
প্রবেশিকা পরীক্ষা বন্ধের নির্দেশ নিয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর কাছে এর আগে প্রতিবাদ জানায় যাদবপুরের শিক্ষক সমিতি (জুটা)। বৃহস্পতিবার জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রবেশিকা পরীক্ষা নিতে না দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের উপরে আঘাত হানলো রাজ্য সরকার।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584