ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
রাষ্ট্রপুঞ্জের কালিমা লেপনের অভিযোগকে ‘তীব্র আপত্তিকর’ বলে মন্তব্য কেন্দ্রের ভারতে করোনা সাম্প্রদায়িকতার উত্তেজনা নিয়ে রাষ্ট্রপুঞ্জের সমালোচনায় তীব্র আপত্তি জানাল কেন্দ্র সরকার।
উল্লেখ্য, সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে ভারতে করোনার আবহে একটি নির্দিষ্ট সম্প্রদায় এর দিকে কালিমালিপ্ত করা হচ্ছে।
আরও পড়ুনঃ করোনা থাবায় মৃত্যু কাঁপুনিতে তটস্থ আমেরিকা, অনুমান প্রাণহানির সংখ্যা ছাড়াবে লক্ষাধিক
প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কয়েকদিন আগে এক বিবৃতিতে দাবি করেছিল দিল্লির নিজামুদ্দিনে তবলীগ জমায়াতের পরেই নাকি গোটা দেশে করোনা সংক্রমনের মাত্রা দ্বিগুণ হয়েছে। যদিও লকডাউন জারির অনেক পূর্বেই দিল্লির নিজামুদ্দিনে জমায়েত হয়েছিল।
বিভিন্ন সংবাদ মাধ্যম পাশাপাশি তুলে ধরেছিল লকডাউনের পরে বরং দেশের বিভিন্ন জায়গায় বিপুল মানুষের সমাবেত জনসংযোগ ধরা পড়েছে। প্রশ্ন ওঠে তাহলে কেন শুধু নিজামউদ্দিনের দিকে অভিযোগের তীর ছুড়লো কেন্দ্র?
আর এই ইস্যুকে খাড়া করে কেন্দ্রের সমালোচনা করেছে রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জ অভিযোগ তোলে করোনা আবহে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর ভারত সরকার কালিমালেপন করছে। রাষ্ট্রপুঞ্জের এই অভিযোগকে “তীব্রভাবে আপত্তিকর” বলে মন্তব্য করেছে কেন্দ্র সরকার।
সংবাদসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ডে ভারতের প্রতিনিধি জে এস রাজপুত মন্তব্য করেছে,’সম্প্রতি নীতি আয়োগের একটি বৈঠকে রাষ্ট্রসংঘের কোর্ডিনেটর রেনাটা লোক ডেসালিয়ন একটি ইস্যু সামনে এনেছেন তা হল করোনায় ভারতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করা হচ্ছে। এই মন্তব্য অত্যন্ত আপত্তিজনক।’
তিনি আরও বলেন,’রাষ্ট্রসংঘ এমন বিষয়ে কথা বলছে যা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। তারা জম্মু-কাশ্মীরের বিষয়ে কথা না বলে হঠাৎ মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলি নিয়ে কথা বলছেন।’
উল্লেখ্য রাষ্ট্রসংঘের এই অভিযোগের বিরুদ্ধে ভারতের প্রতিনিধিরা মন্তব্য করেন, ‘এই জাতীয় বিষয়গুলি দেখভালের জন্য ভারত সরকার, দেশের সুশীল সমাজ এবং দেশের নাগরিকরা রয়েছেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584