ভাঙা হচ্ছে লকডাউন বিধি, রাজ্যকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

0
79

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

লকডাউন বিধিভঙ্গ হচ্ছে এই অভিযোগ তুলে এবার নবান্নের বিরুদ্ধে কড়া চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও ডিজিকে পাঠানো সেই চিঠিতে লেখা হয়েছে,”রাজ্যে লকডাউন বিধি লঙ্ঘনের মাত্রা পরিলক্ষিত হয়েছে। সংক্রমিতের সংখ্যা বাড়ার সঙ্গে এভাবে লকডাউন বিধি লঙ্ঘন উদ্বেগের কারণ।”

lockdown | newsfront.co
প্রতীকী চিত্র

একই ভাবে আরও অভিযোগ আনা হয়েছে,”বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫ লঙ্ঘন করে রাজ্য ধর্মীয় জমায়েতের অনুমতি দিচ্ছে। যদিও সেই আইনে এই ধরনের জমায়েত নিষিদ্ধ।”

আরও পড়ুনঃ দেশে করোনা চিকিৎসায় যুক্ত ১ শতাংশ স্বাস্থ্যকর্মী পেয়েছেন পিপিই কীট

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন ফুলের দোকানগুলি খোলার নির্দেশ দিয়েছেন। আর তা নিয়েই তাঁর দিকে অভিযোগের তীর ছুঁড়ে দিয়েছে রাজ্যের বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ লকডাউনের মধ্যে যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে পশ্চিমবঙ্গ সরকার সেদিকে লক্ষ্য রাখতে ব্যর্থ হচ্ছে ।

প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষকর্তা সংবাদ সংস্থা এনডিটিভিকে উদ্বেগের সাথে জানিয়েছে ,”তবলিগ-ই-জামতের জমায়েত থেকে কতজন সংক্রমিত, তা জানতে পশ্চিমবঙ্গে সঠিকভাবে নমুনা পরীক্ষা হয়নি। পশ্চিমবঙ্গ বলেছে সেই জমায়েত থেকে ২২০ জনকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু সঠিক তথ্য পাঠানো হচ্ছে না কেন্দ্রকে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here