কেন্দ্রের আর্থিক প্যাকেজে বাদ বাংলা, উঠছে প্রশ্ন

0
80

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কেন্দ্রীয় কমিটির তরফে চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করা হলো শনিবার। রাজ্যগুলিকে প্রায় ৩১১৩ কোটি টাকা দেবে কেন্দ্র।

Amit Shah | newsfront.co
ফাইল চিত্র

গত বছরের প্রাকৃতিক দুর্যোগ ও পঙ্গপালের হানায় ক্ষতির জন্য চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে এই বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এই চারটি রাজ্য হল অন্ধ্রপ্রদেশ, বিহার, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি। এমনটাই জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

তাৎপর্যপূর্ণভাবে এই তালিকায় নাম নেই বাংলার । গত বছর ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বাংলায়। যে চার রাজ্যের জন্য প্যাকেজ ঘোষণা হয়েছে, তাদের মধ্যে তামিলনাড়ু এবং পুদুচেরিতে এবছর নির্বাচন রয়েছে।

আরও পড়ুনঃ ভয়াবহ বিস্ফোরণ তামিলনাড়ুর বাজি কারখানায়, মৃত অন্তত ১১

গত বছরের শেষদিকে ঘূর্ণিঝড় নিভারের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তামিলনাড়ু ও পুদুচেরি। গতবছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বিহারও। এছাড়া মধ্যপ্রদেশে পঙ্গপালের হানায় শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুনঃ পছন্দমতো চাকরির এলাকা নির্বাচনের অধিকার নেই সরকারি কর্মচারীদের, জানাল আদালত

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ পাচ্ছে ২৮০.৭৮ কোটি টাকা, বিহার পাচ্ছে ১২৫৫.২৭ কোটি টাকা, তামিলনাড়ু ৬৩.১৪ কোটি নিভারের জন্য এবং ঘূর্ণিঝড় বুরেভির জন্য ২৮৬.৯১ কোটি টাকা, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি পাচ্ছে ৯.৯১ কোটি। পঙ্গপাল হানার জন্য মধ্যপ্রদেশ পাচ্ছে ১২৮০.১৮ কোটি টাকা।

এই রাজ্যগুলিতে প্রাকৃতিক বিপর্যয়ের পরপরই কেন্দ্রীয় আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। সেই প্রতিনিধি দলের রিপোর্টের ভিত্তিতেই এই বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। প্রশ্ন উঠছে আমফানে ব্যাপক ক্ষতির পরেও প্যাকেজের তালিকায় কেন নেই বাংলার নাম?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here