নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে এবার বিদেশ থেকে সামরিক অস্ত্র কেনার ব্যাপারে অফসেট ক্লজ বা বিক্রি পরবর্তী চুক্তি প্রথা বাতিল করল ভারত।
আন্তর্জাতিক চুক্তি বা তৃতীয় পক্ষের মাধ্যমে অস্ত্র কেনার ক্ষেত্রে এই অফসেট ক্লজের জন্যই বিদেশি ভেন্ডরকে চুক্তিমূল্যের একটা অংশ এতদিন ভারতে বিনিয়োগ করতে হত।
The Offset guidelines have also been revised, wherein preference will be given to manufacture of complete defence products over components and various multipliers have been added to give incentivisation in discharge of Offsets.
— Rajnath Singh (@rajnathsingh) September 28, 2020
এই অফসেট ক্লজ তুলে দেওয়ার ফলস্বরূপ এখন থেকে আর সামরিক অস্ত্র কেনার ক্ষেত্রে কোনো রকম বাধার সম্মুখীন হতে হবে না। চুক্তির সরলীকরণের ক্ষেত্রে এটি যুগান্তকারী সিদ্ধান্ত, দাবি কেন্দ্রের।
The DAP 2020 has been aligned with the Prime Minister Shri @narendramodi’s vision of Atmanirbhar Bharat and empowering the Indian domestic industry through Make in India initiative with the ultimate aim of turning India into a global manufacturing hub.
— Rajnath Singh (@rajnathsingh) September 28, 2020
আরও পড়ুনঃ ক্যাগ রিপোর্টেই রাজ্যগুলিকে বঞ্চনাকে হাতিয়ার করে কেন্দ্রকে টুইট পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর
সম্প্রতি ক্যাগ রিপোর্টে বিস্ফোরক তথ্য সামনে এসেছে, রিপোর্টে বলা হয়েছে, রাফাল নির্মাণকারী সংস্থা দাসো এভিয়েশন কেন্দ্রের এই অফসেট ক্লজ মানছে না। সেই বিতর্কের পরিপ্রেক্ষিতেই এই শর্ত বাতিল করলো কেন্দ্র।জানা গিয়েছে, সোমবার প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদের বৈঠকে সরকার এই নীতি গ্রহণ করেছে।
আরও পড়ুনঃ মহিলা যাত্রীর সুরক্ষায় দক্ষিণ-পূর্ব রেলের বিশেষ পরিষেবা ‘সহেলি’
নতুন সিদ্ধান্ত গ্রহণের পরই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করেন, “প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘আত্মনির্ভর’ ভারত গড়ার লক্ষ্যে দেশকে বিশ্ব উৎপাদনের হাব তৈরি করতে হবে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মধ্য দিয়ে স্বদেশি শিল্পগুলিকে মজবুত করতে সাহায্য করবে এই নতুন নীতি।
আরও পড়ুনঃ জিএসটি ক্ষতিপূরণের অর্থ অন্যত্র খরচ করেছে কেন্দ্র- ক্যাগের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
নতুন বিদেশি বিনিয়োগ নীতির মাধ্যমে দেশে আমদানি-রফতানি শিল্পে জোয়ার আসবে। দেশীয় সংস্থার স্বার্থ সুরক্ষিত রেখে আরও বেশি পরিমাণে বিদেশি বিনিয়োগে উৎসাহ দেওয়া হবে।” আগামী পয়লা অক্টোবর থেকে এই নতুন নীতি কার্যকর হতে চলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584