পেট্রোল- ডিজেলে আবগারি শুল্ক হ্রাস কেন্দ্রের, বিজেপি শাসিত ৯ রাজ্য কমালো পেট্রোল-ডিজেলের ভ্যাট

0
79

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ 

দেশের উপনির্বাচনের ফল কি কিঞ্চিত ধাক্কা দিলো বিজেপি-কে? বেশ কিছু আসন হারিয়েছে বিজেপি এমনকি কমেছে ভোট শতাংশও। এরপরেই তড়িঘড়ি পেট্রোপণ্যের উপর আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিলো কেন্দ্র। ফলে কিছুটা কমলো পেট্রোল ও ডিজেলের দাম। পাশাপাশি বিজেপি শাসিত ৯টি রাজ্য কিছুটা কমিয়েছেপেট্রোল-ডিজেলে ভ্যাট-এর পরিমাণও।

central slashed petrol diesel excise duty
ছবিঃ হিন্দুস্থান টাইমস

বিজেপি শাসিত কর্ণাটক, গোয়ায় লিটার পিছু পেট্রোল ও ডিজেলের দাম কমলো ৭ টাকা। এছাড়া বিহার, অসম, ত্রিপুরা, মণিপুর ও উত্তরপ্রদেশেও পেট্রোল ১ টাকা ৩০ পয়সা থেকে শুরু করে ৭ টাকা এবং ডিজেলে ১ টাকা ৯০ পয়সা থেকে ৭ টাকা পর্যন্ত ভ্যাট বা শুল্ক কমিয়েছে। ফলে ওই রাজ্যগুলিতে তেলের দাম কমেছে। উত্তরাখণ্ডে পেট্রলের দাম ২ টাকা কমানোর কথা থাকলেও ডিজেল নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সেরাজ্যের সরকার। জ্বালানি তেলের দাম চমছে হিমাচল প্রদেশেও। আজ পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১০ টাকা হারে উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ ৪ কেন্দ্রের উপনির্বাচনে হার বিজেপির, বাংলার নির্বাচনকে চিনের সঙ্গে তুলনা দিলীপ ঘোষের

আজ, বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা আর এক লিটার ডিজেলের পাওয়া যাচ্ছে ৮৯.৭৯ টাকায়। কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ৫.৮২ টাকা কমেছে ও ডিজেলের দাম কমেছে লিটার পিছু ১১.৭৭ টাকা। এক ধাক্কায় অনেকটাই দাম কমানো হয়েছে পেট্রোল ও ডিজেলের। ফলে এখন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমজনতা।

পশ্চিমবঙ্গে প্রতি লিটার পেট্রোলে ভ্যাটের হার ২৫ শতাংশ ও ডিজেলে ভ্যাটের হার ১৭ শতাংশ। ফলে পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১০ টাকা হারে কেন্দ্রীয় শুল্ক কমানোর পরেও ভ্যাটের হার এক রয়েছে। তবে অনেকটাই কমেছে পেট্রোল ও ডিজেলের মোট দাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here