নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সপ্তাহান্তে ভারী তুষারপাতের কারণে স্পেনের মধ্যাঞ্চলে তাপমাত্রা কমে হিমাঙ্কের ২৫ ডিগ্রি নিচে নেমে গেল। এতে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় মানুষের জীবনযাত্রা। এ অবস্থায় বয়স্কদের বাড়ির বাইরে বের হতে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে বলে খবর বিবিসির।
কর্মকর্তারা জানান, রক্ত জমাট বাঁধানো ঠান্ডায় সর্বশেষ বার্সেলোনায় গৃহহীন দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় এ নিয়ে অন্তত সাতজনের মৃত্যু হল।
রাজধানী মাদ্রিদের পূর্বে পার্বত্য এলাকা মোলিনা ডি অ্যারাগন ও টেরুয়েলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ১৩ ডিগ্রি ফারেনহাইট)। স্পেনে অন্তত ২০ বছরের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন তাপমাত্রা। তুষারঝড় ফিলোমেনার প্রভাবে স্পেনে রাস্তাঘাট পুরু তুষার ও বরফে ঢেকে গেছে। এর কারণে পরিবহনব্যবস্থাতেও বিঘ্ন ঘটছে। শীতকালে দেশটিতে সচরাচর মধ্যম ধরনের আবহাওয়ার প্রকৃতি বিরাজ করে। বিরূপ আবহাওয়ায় অনেক ট্রেনের যাত্রা বিঘ্নিত হয়েছে। বিঘ্ন ঘটছে বিমান পরিবহনেও।
আরও পড়ুনঃ ৬৭ বছর পর যুক্তরাষ্ট্রে কার্যকর হল এক নারীর মৃত্যুদণ্ড
সবচেয়ে শীতলতম রাত কাটিয়েছেন মাদ্রিদের ১৯৭ কিলোমিটার (১২২ মাইল) উত্তর-পূর্বের মোলিনা ডি অ্যারাগনের বাসিন্দারা। ঠান্ডার তীব্রতায় কেউ কেউ শহরটিকে ডাকছেন ‘স্প্যানিশ সাইবেরিয়া’ নামে।
প্রচণ্ড ঠান্ডায় সর্বশেষ বার্সেলোনায় দুজনের মৃত্যু হয়েছে। তিনটি স্থানে আরও পাঁচজন মারা গেছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে দুজন মাদ্রিদে, দুজন মালাগা ও একজন জারাগোজায় মারা যান।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে স্পেনের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত সোমবার মাদ্রিদের বিভিন্ন হাসপাতালে হাড়ভাঙার সমস্যা নিয়ে আসেন ১ হাজার ২০০ মানুষ। সহায়তা পেতে কর্তৃপক্ষের কাছে জরুরি টেলিফোন কলের ঢল পড়ে। এ অবস্থায় বয়স্ক ব্যক্তিদের বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছে সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584