শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রবিবার থেকেই খুলে গিয়েছে বাজার। কিন্তু রমজান মাসে বিভিন্ন বাজারে ভিড় হচ্ছে আবার অনেক সাধারণ এলাকাতেও মানুষজন ভিড় করছেন বলে খবর পেয়েছিলেন কেন্দ্রীয় দলের সদস্যরা।
সেই মতো রবিবার রাজ্যের বাজার পরিস্থিতি দেখতে পথে নামে কেন্দ্রীয় প্রতিনিধি দল। রবিবারে বাজারগুলিতে সোশ্যাল ডিসট্যান্সিং মানা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে চান সদস্যরা।
এ দিন হাজরা, কালীঘাট, খিদিরপুর, তারাতলা, বেহালা ট্রামডিপো, ম্যান্টন, সখেরবাজার, ডাকঘর এলাকা ঘুরে দেখেন সকলে।
এর পরে কেন্দ্রীয় দলটি আক্রা সন্তোষপুর হয়ে চলে যায় হাওড়ায়। সালকিয়া এবং গোলাবাড়ি এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করে। যেখানে যেখানে ভিড় ছিল, সেখানকার ছবিও তাঁরা ক্যামেরাবন্দি করেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।
আরও পড়ুনঃ কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের লালারস পরীক্ষার ব্যবস্থা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একটি কেন্দ্রীয় দল বিভিন্ন এলাকা পরিদর্শন করছে। উত্তরবঙ্গে কেন্দ্রীয় দলটি এ দিন শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকা পরিদর্শনে যায়।
এমনকি চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। সকলে রেশন পাচ্ছেন কি না, তা জানতে চান। উত্তরবঙ্গে শিলিগুড়ি, কালিম্পঙের স্বাস্থ্য কেন্দ্র, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং বাজারে ঘোরেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584