নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। অন্যান্য দেশের মতো ভারতেও ক্রমশ বাড়ছে সংক্রমিতের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। এহেন পরিস্থিতির মধ্যেই প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণের পথে এগিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার রেলস্টেশন বা প্ল্যাটফর্মগুলিকেও বেসরকারি হাতে তুলে দিতে চায় কেন্দ্র।

মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনলাইন আলোচনাসভায় কলকাতার শিল্পপতিদের মুখোমুখি হয়েছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। সেখানে তিনি বলেন, ট্রেন বেসরকারিকরণের পথে এগিয়ে যেভাবে সাড়া পাওয়া গিয়েছে, তা অত্যন্ত সদর্থক। আমরা চাই রেল স্টেশনগুলিও বেসরকারি হাতে যাক। তবে তার আগে প্ল্যাটফর্মগুলিকে আরও উন্নত করতে হবে। সেই কাজ করবে রেলমন্ত্রক।
আরও পড়ুনঃ সোনার নয়া রেকর্ড, দাম ৫০ হাজার ছাড়াল
এই বেসরকারিকরণের ফলে ট্রেন চলাচল বা যাত্রীদের কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। প্ল্যাটফর্ম বা স্টেশনগুলিতে যে বাড়তি জায়গা পড়ে রয়েছে, সেগুলোকেও লিজের মাধ্যমে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে, যাতে সেখানে পরিকাঠামো গড়ে ব্যবসা-বাণিজ্য করা যায়।
আরও পড়ুনঃ বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে বেজোস
অমৃতসর থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যে পণ্য চলাচলের রুট বা ফ্রেড করিডর তৈরি হওয়ার কথা, তার কাজ অনেকটাই শিথিল হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, করোনা সংকট এবং লকডাউনের জেরে কাজ কিছুটা থমকে গিয়েছে। তবে পশ্চিমবঙ্গে ওই প্রকল্পের জন্য যতটা জমির দরকার, তার পুরোটা এখনও পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584