‘কের পুজো’ উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট তৃণমূল সুপ্রিমো থেকে দলীয় নেতাদের

0
155

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ত্রিপুরার বিখ্যাত ‘কের পুজো’ উপলক্ষে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শনিবার টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আপাতত লক্ষ্য ত্রিপুরা জয়। ত্রিপুরার কের পুজো উপলক্ষে টুইটে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানানোয় তৃণমূল সুপ্রিমোকে অনুসরণ করেছেন দলের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।

Ker Puja
ছবি: সংগৃহীত

ত্রিপুরায় আজ কের পুজো। আর সেই পুজো উপলক্ষে এবার টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা তৃণমূল দলটার এখন পাখির চোখ ত্রিপুরা। তাই শুধু মমতাই নন, একই টুইট করলেন তাঁর দলের সব নেতা মন্ত্রীরা। ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানানো হল দলের পক্ষ থেকে।

উল্লেখ্য, আইপ্যাক কর্মীদের আটকে রাখার ঘটনায় তৃণমূলের বহু নেতা-মন্ত্রীই পৌঁছেছেন ত্রিপুরায়। ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ত্রিপুরায় রয়েছেন এবং উল্লেখযোগ্য বিষয় তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন দেবাংশুও। এমনকি ত্রিপুরায় পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পাখির চোখ ত্রিপুরা তাই চলছে জমি জরিপ। ত্রিপুরা চষে বেড়াচ্ছেন আইপ্যাকের প্রতিনিধিরাও। রাজনৈতিক মহলের অনুমান, অভিষেকই তৈরি করে দেবেন ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির ব্লু প্রিন্ট।

আরও পড়ুনঃ ২০১১ সালের কুখ্যাত বিষমদ কাণ্ডে দোষী সাব্যস্ত নূর ইসলাম ফকির বা খোঁড়া বাদশা, সাজা ঘোষণা সোমবার

ত্রিপুরার আদি জনজাতি গোষ্ঠীরা মূলত এই ‘কের পুজো’ করে থাকেন। ‘কের’ শব্দের অর্থ সীমানা বা গণ্ডি। ত্রিপুরায় এক সপ্তাহ ধরে এই পুজোর বিভিন্ন আচার অনুষ্ঠান পালিত হয়। ত্রিপুরাবাসীর মনের কাছাকাছি পৌঁছতে এবার এই পুজোকে সূত্র হিসেবে ব্যবহার করতে চাইছে ঘাসফুল শিবির।

আরও পড়ুনঃ ফেসবুক পোস্ট করে রাজনীতিকে ‘আলভিদা’ জানালেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়

যদিও এক বছর আগে ছবিটা ঠিক এরকম ছিল না। ২০২১-এর মহারণই তৃণমূলকে ভরসা জুগিয়েছে এবার পড়শী রাজ্যে পা ফেলার জন্য প্রস্তুত হতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here