নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নাম এক হলেও ‘কো-উইন’ নামে কোনও মোবাইলে অ্যাপে যেন এখনই নিজেদের ব্যক্তিগত তথ্য না দেন দেশের নাগরিকরা। করোনা টিকা ইস্যুতে প্রতারণার শিকার হওয়া এড়াতে এমনই সতর্কবার্তা কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের। ভুয়ো অ্যাপ সামনে আসতেই মন্ত্রকের পক্ষ থেকে তড়িঘড়ি এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সম্প্রতি করোনার টিকাকরণের নাম নথিভুক্ত করতে কেন্দ্র ‘কো-উইন’ নামে বিশেষ একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে। সেখানেই নাম নথিভুক্ত করে কবে কোথায় কোন সময়ে বিনামূল্যের করোনার টিকা মিলবে, তা এসএমএসের মাধ্যমে জানা যাবে। যদিও এই অ্যাপ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কেন্দ্র। অথচ এরই মধ্যে একই নামে কিছু ভুয়ো মোবাইল অ্যাপ প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুনঃ কলার টিউনে অমিতাভ কণ্ঠস্বর বন্ধে দিল্লি হাইকোর্টে জনস্বার্থে মামলা
এগুলি আদতে জাল বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তাই কোনওভাবেই এই সব অ্যাপ ডাউনলোড করতে নিষেধ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, একমাত্র সরকারি অ্যাপেই প্রয়োজনীয় তথ্য (আধার নম্বর, মোবাইল নম্বর, ছবি ইত্যাদি) দেবেন। অন্য কোনও অ্যাপে নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584