নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
এক মাসের মধ্যেই সিদ্ধান্ত বদল কলেজে ভর্তির ক্ষেত্রে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত উচ্চ শিক্ষা দপ্তরের, এমনটাই জানা গিয়েছে। ব্রাত্য বসুর সঙ্গে এদিন ৩০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তির ক্ষেত্রে উঠে এসেছে বেশ কিছু সমস্যার কথা। তাই আপাতত স্থগিত রইলো এই পদ্ধতিতে কলেজে ভর্তি।
আরও পড়ুনঃ অতীতে তৃণমূল অধুনা বিজেপি নেতা শুভেন্দুকে গ্রেপ্তারের দাবিতে রাজ্যপালের দরবারে তৃণমূল
উপাচার্যদের আশঙ্কা, এত কম সময়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া নির্ভুল ভাবে করা সম্ভব নয়। শিক্ষামন্ত্রী জানান, উপাচার্যদের দাবি, কোভিডের পরে এখনও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক নয়। এর জন্য আরও পাঁচ ছ’মাস সময় লাগবে। তাই সবদিক বিবেচনা করে এই বছরের জন্য স্থগিত রাখা হল কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি। তবে আগামী বছর থেকে কেন্দ্রীয় অনলাইনে পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া হবে বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584