নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সব মেডিক্যাল ও ডেন্টাল কোর্সে আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত সমস্ত থাকবে। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সর্বভারতীয় স্তরে এই ব্যবস্থা চালু করলো কেন্দ্র।
সর্বভারতীয় কোটা কর্মসূচির আওতায় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে সমস্ত মেডিকেল এবং ডেন্টাল কোর্সে অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি) প্রার্থীদের জন্য ২৭ শতাংশ আসন সংরক্ষিত থাকবে, আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য আসন সংরক্ষণ করা হবে ১০ শতাংশ, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। পাশাপাশি এও জানানো হয়েছে যে এই নিয়ম কার্যকর হবে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকেই।
এই সিদ্ধান্তের ফলে প্রায় স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ৫,৫০০ মেডিক্যাল পড়ুয়া উপকৃত হবে। স্নাতকোত্তরে ১,০০০ জন আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীও উপকৃত হবেন, এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। কেন্দ্র জানিয়েছে পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়া এবং আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের যথাযথ সংরক্ষণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ নরেন্দ্র মোদীর সরকার। সর্বভারতীয় কোটা কর্মসূচির আওতায় যে কোনও রাজ্যে এই সংরক্ষণের সুবিধা পাবেন ওবিসি পড়ুয়ারা। এটি যেহেতু একটি কেন্দ্রীয় প্রকল্প, তাই কেন্দ্রের তালিকাভুক্ত ওবিসি পড়ুয়ারা এই সুবিধা পাবেন।
আরও পড়ুনঃ তৃণমূল সরকারের আমলে প্রথমবার হিডকো’র চেয়ারম্যান পদে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম
স্বাস্থ্য মন্ত্রকের এই ঘোষণার পর, এনিয়ে একটি টুইটও করেন প্রধানমন্ত্রী। ওই টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘সর্বভারতীয় কোটা কর্মসূচির আওতায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে স্নাতক এবং স্নাতকোত্তরে সমস্ত মেডিকেল এবং ডেন্টাল কোর্সে ওবিসিদের জন্য ২৭ শতাংশ এবং আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণের যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার, তা মাইলফলক হয়ে থাকবে। এই সংরক্ষণের ফলে প্রত্যেক বছর আমাদের দেশের হাজার-হাজার ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। যা আমাদের সামাজিক ন্যায়ের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।’
আরও পড়ুনঃ ‘মেয়েরা রাতে কেন সমুদ্র সৈকতে ঘোরে?’ নাবালিকা ধর্ষণের ঘটনায় বক্তব্য গোয়ার মুখ্যমন্ত্রীর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584