নীল দাশগুপ্তর পরিচালনায় রাজকীয় বেশে খরাজ মুখার্জি, তুলিকা বসু

0
141

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

শুরুতেই একটা অন্য খবর দিই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি এবার পরিচালনা করবেন প্রখ্যাত বিজ্ঞাপন নির্মাতা নীল দাশগুপ্ত। কথাটা জানা গেল এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে।

Tulika Basu
ছবি: সংগৃহীত

সম্প্রতি এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সের আয়োজন করেন নীল দাশগুপ্ত৷ জানান নিজের সাম্প্রতিক কিছু কাজের কথা। দিনকয়েক আগেই তিনটি রিয়েল এস্টেটের বিজ্ঞাপন বানিয়েছেন তিনি৷ তাতে রাজকীয় বেশে দেখা গিয়েছে টলিউডের প্রখ্যাত অভিনেতা খরাজ মুখার্জি এবং খ্যাতনামা অভিনেত্রী তুলিকা বসুকে। এ ছাড়াও নীল নির্মিত বিজ্ঞাপনে একজন প্রহরীর ভূমিকায় অভিনয় করেছেন রিয়েল লাইফের আই পি এস অফিসার তথা অভিনেতা প্রসূণ ব্যানার্জি।

Kharaj Mukherjee
ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, আই পি এস অফিসার প্রসূণ ব্যানার্জি অভিনয় করছেন ‘দেশের মাটি’ এবং ‘মোহর’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি৷ খরাজ মুখার্জি, তুলিকা বসু এবং প্রসূণ ব্যানার্জিকে নিজের কাজের অংশীদার করতে পেরে খুশি নীল দাশগুপ্ত। প্যান্ডেমিকের মধ্যেই নিয়ম মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ সেরেছে নীলের ইউনিট।

Nil Dasgupta
নীল দাশগুপ্ত

অন্য এক পেশা থেকে বিদায় নিয়ে বিজ্ঞাপন বানানোর কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত করেছেন নীল। ছেড়েছেন মোটা মাইনের চাকরি৷ কারণ এখন যদি নিজের চেষ্টায় কিছু না করতে পারেন তা হলে আর কবে করবেন? সৃষ্টি সুখের উল্লাসে তাই গা ভাসিয়েছেন অনিশ্চয়তার স্রোতে৷ কিন্তু কূল পেয়েছেন তিনি৷ তলিয়ে যেতে হয়নি নীলকে। এগিয়ে চলেছেন নানা স্বাদের কাজ সম্বল করে।

কথা প্রসঙ্গে নীল বলেন -“মুম্বইতে গিয়ে যখন কাজ করি তখন ওখানকার লোকেরা বলেন, এ তো আমাদের এখানকার মতোই কাজ হচ্ছে। এই কমপ্লিমেন্টগুলো আমায় সৃষ্টির সুখ দেয় আর আগ্রহ বাড়ায়।” তাঁর কথার রেশ টেনে এক সাংবাদিক জানতে চান ‘মুম্বইয়ের মতো’ কেন? ‘কলকাতার মতো’ কেন বলা হয় না?

আরও পড়ুনঃ ডিজিটাল আর্কাইভে গানের বনফুল ফিরোজা বেগম

নীল জানান- “কলকাতায় বাজেট খুব কম। কলকাতায় ভাল ভাল কাজ করার লোক আছে৷ বাজেট নেই৷ আর বাজেট না থাকার কারণে কাজের কোয়ালিটি কোথাও গিয়ে ধাক্কা খায়। একটা উদাহরণ দিই, এই করোনার আবহে বেলগাছিয়া রাজবাড়িতে শুটিং হয়েছে। রাজার পোশাকে খরাজ দা, তুলিকা দি’কে মাস্ক পরে বসে থাকতে হয়েছে শট দেওয়ার আগে ও পরে। ঘেমে নেয়ে অস্থির হয়ে গিয়েছেন তাঁরা। বাজেট বেশি থাকলে এসি দেওয়া যেত৷ বাজেট নেই বলে এসি দেওয়া যায়নি। কম বাজেটে যতটা পেরেছি ভাল কাজ করার চেষ্টা করি৷”

আরও পড়ুনঃ রুমমেট থেকে সোলমেট হয়ে ওঠার গল্প বলতে আসছে ‘ফ্ল্যাটমেট’

খরাজ মুখার্জি এই প্রসঙ্গে রসিকতা করে বলেন- “কলকাতা বড় বাজেটে কাজ করলে মুম্বইয়ের লোকেরা এসে এখানে কাজ করলে আমরাই বলব, এ তো একদম কলকাতার মতো কাজ!”… এক্ষেত্রেও সেই একই প্রবাদ বাক্য বলতে হয়- “যেমন গুড় তেমন মিষ্টি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here