কলকাতা হাইকোর্টে নতুন ৫ বিচারপতি নিয়োগ কেন্দ্রের, স্বস্তিতে আইনজীবী ও বিচারপ্রার্থীরা

0
71

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

কলকাতা হাইকোর্টে বিচারপতির সংখ্যা পর্যাপ্ত নয় এই অভিযোগ দীর্ঘদিনের। সেই অভিযোগ এবার কিছুটা হলেও মিটতে চলেছে। বৃহস্পতিবার কেন্দ্র এই বিষয়ে কিছুটা হলেও স্বস্তি দিলো। ৫ জন অতিরিক্ত বিচারপতি কলকাতা হাইকোর্টে নিয়োগ করলো কেন্দ্র।

highcourt

অন্যান্য রাজ্যের হাইকোর্ট গুলিতেও বিচারপতির সংখ্যা প্রয়োজনের তুলনায় কম তবে এই মুহূর্তে সেই সমস্যায় কলকাতা হাইকোর্টের স্থান ছিল দেশের মধ্যে দ্বিতীয়। ফলে স্বাভাবিক ভাবেই ঝুলে থাকতো বহু গুরুত্বপূর্ণ মামলার বিচার। বিচার পেতে দেরি হত সাধারণ মানুষের। তবে কেন্দ্রের এই পদক্ষেপে আশা করা যায় কিছুটা হলেও সমস্যা কমবে। নিয়মমতো কলকাতা হাই কোর্টে মোট ৭২ জন বিচারপতির থাকার কথা । এতদিন ছিলেন মাত্র ৩১ জন।, তাঁদের মধ্যে ২৯ জন স্থায়ী এবং দুজন হলেন অস্থায়ী বিচারপতি। অর্থাৎ কলকাতা হাই কোর্টে শূন্যপদ ছিল ৪১টি। এই ৪১টি বিচারপতি পদের মধ্যে পূরণ হতে চলেছে মাত্র ৫ টি পদ।

আরও পড়ুনঃ এসএসকেএম থেকে ডাক্তার-নার্সদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, একই সঙ্গে পদোন্নতি-বাসস্থানও

কলকাতা হাই কোর্টে বিচারপতি হিসাবে শিঘ্রই যোগ দিতে চলেছেন রবীন্দ্রনাথ সামন্ত, সুগত মজুমদার, আনন্দকুমার মুখোপাধ্যায়, কেসং ডোমা ভুটিয়া এবং বিভাস পট্টনায়ক। সুগত মজুমদার এবং বিভাস পট্টনায়ককে দুবছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কেসং ডোমা ভুটিয়াকে ৯ মাস, আনন্দকুমার মুখোপাধ্যায়কে এক বছর ও রবীন্দ্রনাথ সামন্তকে ২২ মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে।

আরও পড়ুনঃ দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি পাওয়ার পথে অগ্রগতি, কলেজিয়ামের তালিকায় সম্মতি রাষ্ট্রপতির

নিয়ম অনুসারে, এই বিচারপতিদের স্থায়ীকরণের জন্য ফের নতুন করে আবেদন জানাতে হবে। তবে এই ৫ জন বিচারপতি নিয়োগের ফলে আপাতত বিচারে কিছুটা গতি আসবে বলে আশাবাদী আইনজীবী মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here