মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনায় মৃতদেহের সার্টিফিকেট নিয়ে এতদিন নানা সমস্যা দেখা দিয়েছে। করোনায় মৃতদের তালিকায় কারা থাকবেন আর কারা থাকবেন না, তা নিয়ে এবার নয়া গাইডলাইন ইস্যু করল কেন্দ্রীয় সরকার। আগে করোনায় মৃতদের তালিকায় অন্য অসুস্থতার কারণে মৃত ব্যক্তিদের নামও যুক্ত করা হচ্ছিল। এই নিয়ে কম সমস্যা হয়নি। পরিবারের লোকজনের অভিযোগের শেষ ছিল না।
কিন্তু এবার কোনও হাসপাতাল কর্তৃপক্ষের আর এই ভুল হবে না। দ্রুত বিষয়টি সমাধানের জন্য গত ৩ সেপ্টেম্বর নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনেই ১০ দিনের মাথায় কোভিড মৃতদেহের সার্টিফিকেট ইস্যুতে নয়া গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের(আইসিএমআর) সঙ্গে যৌথভাবে সরকারি নির্দেশিকার কথা সুপ্রিম কোর্টকে জানাল স্বাস্থ্যমন্ত্রক।
সুপ্রিম কোর্টে গাইডলাইনের যে নথি জমা দেওয়া হয়েছে, তাতে কেন্দ্র জানিয়েছে, যে সমস্ত রোগীদের হাসপাতালে কিংবা চিকিৎসা কেন্দ্রে আরটি-পিসিআর টেস্ট, মডিউলার টেস্ট, ব়্যাপিড-অ্যান্টিজেন পরীক্ষা অথবা রাসায়নিকভাবে করা পরীক্ষার মাধ্যমে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে, এবার থেকে শুধুমাত্র তাদেরই কোভিডে মৃতের তালিকাভুক্ত করা হবে।
আরও পড়ুনঃ তৃতীয় ঢেউ মোকাবিলায় একগুচ্ছ সিদ্ধান্ত রাজ্যের, জরুরি ভিত্তিতে তৈরি হবে ‘হাইব্রিড সিসিইউ’
যদি কেউ করোনা সংক্রমিত হওয়া অবস্থায় আত্মঘাতী হন অথবা বিষক্রিয়ার কারণে তাঁর মৃত্যু হয়, তবে তাকে কখনওই করোনায় মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। করোনা পজিটিভ হওয়ার পর কারও দুর্ঘটনায় প্রাণ গেলেও তা কোভিডে মৃতের তালিকায় পড়বে না।
আরও পড়ুনঃ করোনার প্রভাব কাটিয়ে দ্রুত চাঙ্গা হচ্ছে দেশের অর্থনীতি, দাবি মোদীর
গাইডলাইনে আরও লেখা রয়েছে যে, যদি করোনা আক্রান্ত হওয়ার ৩০ দিনের মধ্যে কোনও ব্যক্তির মৃত্যু হয় তাহলে সেটা কোভিডে মৃত বলে গণ্য করা হবে। হাসপাতাল কিংবা চিকিৎসা কেন্দ্রের বাইরে এমন ঘটনা ঘটলেও একই নিয়ম প্রযোজ্য থাকবে। পাশাপাশি, হাসপাতাল কিংবা বাড়িতে কোনও করোনা রোগীর মৃত্যুর কারণ হিসেবে দেখাতে হলে কর্তৃপক্ষকে ফর্ম ৪ ও ৪ এ ইস্যু করতে হবে। রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ আইনের ১০ নম্বর ধারায় এই ফর্ম আবশ্যক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584