কম্পিউটার নজরদারিঃকেন্দ্র জানাল গোপনীয়তা রক্ষা সংক্রান্ত নাগরিক অধিকার আইনকে লংঘন করছে না

0
57

ওয়েবডেস্কঃ

কম্পিউটার নজরদারি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টকে হলফনামা দাখিল করে  কেন্দ্র জানালো যে কম্পিউটারের নজরদারি সংক্রান্ত কেন্দ্রের ২০ ডিসেম্বর ২০১৮ এর অর্ডার গোপনীয়তা রক্ষা সংক্রান্ত নাগরিক অধিকার আইনকে লংঘন করছে না।

গত ২০ ডিসেম্বর ২০১৮ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি নোটিশ জারি করে দশটি সংস্থার ওপর কম্পিউটারে নজরদারি রাখার নির্দেশ দেয় । মূলত বিভিন্ন তথ্য হস্তক্ষেপ, তথ্যের বিশ্লেষণ ও ব্যাখ্যা করার ব্যাপারে ওই সংস্থা গুলির উপর অধিকার আরোপ করা হয় । ওই সময় অবশ্য কেন্দ্রের এই নোটিশ এর বিরুদ্ধে তুমুল শোরগোল পড়ে গেছিল চারিদিকে । প্রশ্ন ওঠে তাহলে কি নাগরিকের গোপনীয়তা নিয়ে বাড়াবাড়ি করছে কেন্দ্র সরকার ?

এই মর্মে শীর্ষ আদালতে মামলা শুরু হয় । চলতি বছরের ১৪ই জানুয়ারি শীর্ষ আদালত কেন্দ্রকে হলফনামা দাখিলের নির্দেশ দেয় ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ডিরেক্টর সতীন্দার কুমার ভাল্লা সুপ্রিম কোর্টকে হলফনামায় জানায় ভারতীয় সংবিধানের সেকশন ৬৯ এর ইনফরমেশন ও টেকনোলজি আইনকে লঙ্ঘন করছে না । কেন্দ্রের দাবি “এই নোটিশটি শুধুমাত্র জীবন্ত নয় সীমাবদ্ধও বটে । ”

উল্লেখ্য, যে দশটি সংস্থার ওপর কেন্দ্র এই দায়িত্ব অর্পণ করেছিল তারা হল ইন্টেলিজেন্স ব্যুরো, নারকোটিকস কন্ট্রোল ব্যুরো, এনফোর্সমেন্ট ডিরেক্টর, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স, রেভেনিউ ইন্সুরেন্স ডিরেক্টর, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, ক্যাবিনেট সচিবালয় (RAW), সিগন্যাল ইন্টেলিজেন্সের ডিরেক্টরেট (জম্মু কাশ্মীর, উত্তর পূর্ব প্রদেশ ও আসাম ) এবং কমিশনার অফ দিল্লি পুলিশ ।

এর আগে ২১ শে ফেব্রুয়ারি কেন্দ্র এক হলফনামায় জানায় দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত ১০ টি সংস্থা ছাড়া আর কেউ কোন কম্পিউটারে তথ্য হস্তক্ষেপ করতে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here