নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
টাকার বিনিময়ে প্রতিবন্ধী শংসাপত্র দেওয়ার অভিযোগে এক মহিলাকে আটক করল পুলিশ।অভিযুক্ত মহিলাকে হাতে নাতে ধরে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিল মালদহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।ঘটনায় বুধবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেডিকেল চত্বরে।
যদিও অভিযুক্ত মহিলার দাবী সে এদিন চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিল। ঘটনায় মেডিকেল কর্তৃপক্ষ ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম সাবিনূর নেহার।বাড়ি কালিয়াচক থানার শেরশাহি এলাকায়।
মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে,বুধবার মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিবন্ধী চিহ্নিতকরণ চলছিল।জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক প্রতিবন্ধীকে তাদের পরিবারের লোকেরা এদিন মেডিকেলের প্রশাসনিক ভবনে নিয়ে আসে।সেখানেই চলছিল চিহ্নিতকরণের কাজ। সেই ভিড়ের মধ্যে অভিযুক্ত মহিলা পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে টাকার বিনিময়ে শংসাপত্র পাইয়ে দেওয়ার কথা বলে।বেশ কয়েক জন তার কথায় রাজী হয়।এমনকি রুহি বিবি নামে এক মহিলা ছেলের শংসাপত্র পাওয়ার জন্য দু’হাজার টাকা দেয়।
আরও পড়ুনঃ লোন করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে
হাসপাতালের মধ্যে দালাল চক্র চলার একটি গুঞ্জন ছড়াচ্ছিল বেশ কিছুদিন থেকে।সেই মত এদিন হাসপাতালের কর্তারা নজরদারী চালাচ্ছিল।সেই সময় ওই মহিলা রোগীর পরিবারের সঙ্গে আড়ালে কথা বলতে দেখে ফেলে।ছদ্মবেশে থাকা মেডিকেলের কর্মীরা মহিলাকে হাতে নাতে ধরে ফেলে।মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথায় অসংগতি ধরা পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় মেডিকেলের কর্তারা।মহিলাকে আটক করে ইংরেজবাজার থানায় খবর দেয়। পুলিশ ধৃতকে আটক করে নিয়ে যায়।অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্তে নামে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584