নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মাত্রাতিরিক্ত ইলেক্ট্রিক বিল আসায় ক্ষোভে ফেটে পড়েছিলেন কলকাতাবাসী। এই অতিরিক্ত বিলের হাত থেকে রেহাই পাননি স্বয়ং রাজ্যের বিদ্যুৎমন্ত্রীও। সাধারণ মানুষ থেকে নেতা-অভিনেতা সকলেই ক্ষুব্ধ হয়ে উঠেছিল সিইএসসির বিদ্যুতের বিল নিয়ে। বিলের বিরুদ্ধে বিক্ষোভও চলেছে। এরপরেই ইলেক্ট্রিকের বিল নিয়ে শহরবাসীকে স্বস্তির খবর দিল সিইএসসি।
রবিবার রাতে দ্যা ক্যালকাটা ইলেকট্রিসি সাপ্লাই কর্পোরেশন(সিইএসসি) সিদ্ধান্ত নিয়েছে এপ্রিল ও মে মাসের বকেয়া বিলের টাকা গ্রাহকদের দিতে হবে না। শুধুমাত্র জুন মাসের বিলের টাকা দিলেই চলবে। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় লাগাতার বিদ্যুতের বিল নিয়ে তোপ দাগছিলেন। এর ফলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, “কলকাতার জয় হয়েছে”।
আরও পড়ুনঃ সিইএসসি-র ব্যাখ্যায় অসন্তুষ্ট, নোটিশ পাঠাচ্ছে ক্রেতা সুরক্ষা দফতর
বিদ্যুৎমন্ত্রীর কথা মেনে শনি ও রবিবার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে সিইএসসি কর্তৃপক্ষ। বিদ্যুতের বিল নিয়ে সাধারণ মানুষ যে ক্ষুব্ধ তা প্রশমন করার জন্যই এমন বিজ্ঞাপন দিয়েছিল সিইএসসি। কিন্তু সিইএসসির দেওয়া বিজ্ঞাপনেও ক্ষোভ কমেনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তাই আগামীকাল বেলা ১২ টায় মিটিং ডেকেছিলেন তিনি।
আরও পড়ুনঃ করোনাতে মরেও শান্তি নেই, দেহ সৎকারেও পড়তে হচ্ছে ‘প্যাকেজের’ কবলে
বিদ্যুৎমন্ত্রীর কথায় “ওরা বুঝেছিল ১২টার সময় মিটিং-এ ওরা বিষয়টা স্পষ্ট করে বোঝাতে পারবে না। তাই এপ্রিল-মে মাসের বাড়তি বিলটা আপাতত স্থগিত রাখল।” রবিবার রাতে সিইএসসি সিদ্ধান্ত নিয়েছে এপ্রিল ও মে মাসের অন্তর্ভুক্ত জুনের বিল নয়, শুধু জুন মাসের বিলই জমা করতে হবে গ্রাহককে। ২৫.৫ লক্ষ ডোমেস্টিক গ্রাহক এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584